logo

দোকানপাট-শপিংমল খোলা রাত ৮টা পর্যন্ত

দিন পরিবর্তন ডেস্ক

Published:28 Apr 2021, 02:08 PM

দোকানপাট-শপিংমল খোলা রাত ৮টা পর্যন্ত


চলমান বিধি-নিষেধ বা লকডাউনের মেয়াদ আগামী ৫ মে পর্যন্ত বৃদ্ধিকালীন দোকানপাট ও শপিংমল সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখা যাবে। এই নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে সরকার।

আর এই সময়ে আগের ধারাবাহিকতায় সব ধরনের গণপরিবহন বন্ধ রাখা হবে বলে জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

বুধবার (২৮ এপ্রিল) মন্ত্রিপরিষদ বিভাগ ‘করোনা ভাইরাসজনিত রোগের (কোভিড-১৯)- বিস্তার রোধে সার্বিক কার্যাবলি/চলাচলে বিধিনিষেধের সময়সীমা বর্ধিতকরণ’ বিষয়ক প্রজ্ঞাপন জারি করা হয়।

মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে বলা হয়, দোকানপাট/শপিংমাপসমূহ সকাল ১০টা হতে রাত ৮টা পর্যন্ত যথাযথ স্বাস্থ্যবিধি প্রতিপালন সাপেক্ষে খোলা রাখা যাবে। স্বাস্থ্য বিধি প্রতিপালনের বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয়, শ্রম মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট বাণিজ্য সংগঠনসহ সংশ্লিষ্ট বাজার সংস্থার ব্যবস্থাপনা কমিটি প্রয়োজনে ব্যবস্থা গ্রহণ করবেন। নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।



© দিন পরিবর্তন