নিজস্ব প্রতিনিধি
Published:09 Feb 2024, 05:42 PM
ধনবাড়ীতে অপহরণকারী গ্রেপ্তার, অপহৃত স্কুল ছাত্র উদ্ধার
টাঙ্গাইল :
টাঙ্গাইলের ধনবাড়ীতে অপহরণকারীকে গ্রেপ্তার ও অপহৃত এক স্কুল ছাত্রকে উদ্ধার করেছে ধনবাড়ী থানা পুলিশ। শুক্রবার (৯ফেব্রুয়ারী) সকালে উপজেলার মুশুদ্দি এলাকা থেকে অপহরণকারীর মূলহোতাকে গ্রেপ্তার ও অপহৃত স্কুল ছাত্র কে উদ্ধার করা হয়।
ধনবাড়ী থানার এস আই জাহাঙ্গীর আলম জানান, গত বৃহস্পতিবার (৮ফেব্রুয়ারী) সকালে উপজেলার পাইস্কা ইউনিয়নের সোনামুই বাদুরিয়া গ্রামের আশরাফুল আলমের সপ্তম শ্রেণী পড়ুয়া ছেলে জুনায়েদ অপহরণ হয়। অপহরণের পরে অপহরণকারী চক্রের সদস্যরা মোবাইল ফোনের মাধ্যমে ওই ছাত্রের পরিবারের কাছে ১ লক্ষ টাকা মুক্তিপণ দাবী করে।
এঘটনায় অপহৃত স্কুল ছাত্রের মা জোৎসনা বেগম বাদী হয়ে বৃহস্পতিবার রাতে ধনবাড়ী থানায় একটি মামলা দায়ের করেন, মামলা নং ৫। মামলা দায়েরের পর সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে শুক্রবার (৯ফেব্রুয়ারী) সকালে অপহরণ চক্রের মূলহোতাকে গ্রেপ্তার করা হয়। সেখান থেকেই অক্ষতবস্থায় অপহৃত স্কুল ছাত্রকে উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত অপহরণকারী হোতাকে শুক্রবার টাঙ্গাইল জেল হাজতে প্রেরণ করা হয়। এবং অপহৃত স্কুল ছাত্রকে তার পরিবারের কাছে বুঝিয়ে দেয়া হয়।
গ্রেপ্তারকৃত অপহরণকারী পার্শ্ববর্তী জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার ডোয়াইল ইউনিয়নের পরমান্দপুর গ্রামের মঞ্জুরুল ইসলামের ছেলে রবিন হোসেন(২৪)। সেই সাথে এই অপহরণচক্রের সাথে জড়িতদের খুঁজে বের করতে কাজ করা হচ্ছে বলেও তিনি জানান।
© দিন পরিবর্তন