logo

ধর্মপাশায় শিক্ষার মানোন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

নিজস্ব প্রতিনিধি

Published:08 Feb 2024, 05:36 PM

ধর্মপাশায় শিক্ষার মানোন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা


ধর্মপাশা ও মধ্যনগর (সুনামগঞ্জ) :
সুনামগঞ্জের ধর্মপাশায় শিক্ষার মানোন্নয়নে অংশীজনদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
৮ ফেব্রুয়ারী (বৃহস্পতিবার )বিকেলে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গিয়াস উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল, চৌধুরী।

এছাড়া অন্যান্যদের মাঝে বক্তব্য দেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ইয়াসমিন আক্তার,উপজেলা কৃষি কর্মকর্তা মীর হাসান আল বান্না,উপজেলা মাধ্যমিক কর্মকর্তা মাহবুবুল কবির,ইউপি চেয়ারম্যান সঞ্জয় রায় চৌধুরী,জোবায়ের পাশা হিমু,গোলাম ফরিদ খোকা,বীর মুক্তিযোদ্ধা সুলতান মজুমদার, শিক্ষক আঃ মালেক,বিধান কুমার,গন মাধ্যম কর্মী এনামুল হক প্রমূখ।

এসময় সহকারী কমিশনার ভূমি অলিদুজ্জামান, উপজেলা সমবায় কর্মকর্তা শরীফ আহমেদ,উপজেলা প্রকৌশলী মোহাম্মদ শাহাব উদ্দিন,সমাজ সেবা কর্মকর্তা মোঃ গিয়াস উদ্দিন, প্রাথমিক শিক্ষা অফিসার মানবেন্দ্র দাস, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক,শিক্ষার্থী,গণমাধ্যম কর্মী সহ উপজেলার কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।



© দিন পরিবর্তন