নিজস্ব প্রতিনিধি
Published:11 Mar 2024, 06:12 PM
নকলার সাংবাদিক রানার মুক্তির দাবিতে নেত্রকোণায় মানববন্ধন
নেত্রকোণা :
তথ্য অধিকার আইনে প্রকল্পের তথ্য চাওয়ায় শেরপুরের নকলা উপজেলার দৈনিক দেশ রূপান্তরের প্রতিনিধি শফিউজ্জামান রানাকে মিথ্যা অজুহাতে কারাদন্ডের প্রতিবাদে নেত্রকোণায় মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। নেত্রকোণা সাংবাদিক সমাজের ব্যানারে সোমবার বিেিকলের দিকে জেলা প্রেসক্লাবের সামনে এই কর্মসূচী পালন করা হয়।
মানববন্ধন চলাকালে বক্তাগণ বলেন, তথ্য অধিকার আইন জারি সরকারের একটি যুগান্তকারী পক্ষেপ। সকল কাজে সচ্ছতা ও জবাবদিহীতা নিশ্চিতকরণ ও টেকসই উন্নয়নের জন্য এই আইনের গুরুত্ব অপরিসীম। কিন্তু, কিছু দূর্নীতিবাজ কর্মকর্তা এই আইনের বিধানমতে তথ্য চেয়ে দরখাস্ত করলেই রেগ যান। তারা বিভিন্ন অজুহাতে সাংবাদিকদের পেশাগত কাজে বাধা সৃষ্ঠি করেন, ক্ষমতার অপব্যবহার করে ভ্রাম্যমাণ আদালত আইনের অপপ্রয়োগ করে থাকেন। শেরপুরের নকলা উপজেলার সাংবাদিক শফিউজ্জামান রানার বিরুদ্ধেও ক্ষমতার অপব্যবহার হয়েছে। ক্ষমতার অপব্যবহার দূর্নীতি দমন আইনে শাস্তীযোগ্য অপরাধ।
সরকারী নীতিমালা অনুযায়ী তথ্য পাওয়ার আবেদনপত্র গ্রহণ না করা, আবেদনকারী সাংবাদিককে দীর্ঘক্ষণ বসিয়ে রাখা এবং এর প্রতিবাদ ও জেলা প্রশাসকের সাথে মোবাইলে কথা বলার চেষ্ঠা করায় রেগে গিয়ে ভ্রাম্যমাণ আদালত ডেকে ৬মাসের সাজার ব্যবস্থা করা একজন নির্বাহী অফিসারের ক্ষমতার অপব্যবহারের সুস্পষ্ট স্বাক্ষ্য বহন করে। এই অপরাধের জন্য নকলা উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া উম্মুল বানিনকে বিচারের আওতায় আনতে হবে। সাংবাদিক শফিউজ্জামান রানাকে অবিলম্বে মুক্তি দিতে হবে।
নেত্রকোণা জেলা প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরীর সভাপতিত্ব ও দেশ রূপান্তরের নেত্রকোণা জেলা প্রতিনিধি নূরুল আলম কামাল এর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন, দৈনিক জননেত্র পত্রিকার সম্পাদক, নেত্রকোণা জেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আরটিভি’র প্রতিনিধি এম মুখলেছুর রহমান খান, বাংলার নেত্র পত্রিকার সম্পাদক, যমুনা টিভি ও দৈনিক পুগান্তর পত্রিকার প্রতিনিধি মো: কামাল হোসেন, সমকাল প্রতিনিধি খলিলুর রহমান শেখ, সময় টিভি ও বাংলাদেশ প্রতিদিন পত্রিকার প্রতিনিধি আলপনা বেগম, প্রথম আলো পত্রিকার প্রতিনিধি পল্লব চক্রবতী, একুশে টিভি’র প্রতিনিধি মনুরঞ্জন সরকার মনু, মাই টিভি’র প্রতিনিধি আনিছুর রহমান, চ্যানেল২৪ প্রতিনিধি হানিফ উল্লাহ আকাশ প্রমুখ।
বৈশাখি টিভি’র প্রতিনিধি সানাউল হক সানি, প্রতিদিনের সংবাদ প্রতিনিধি আব্দুর রহমান, এখন টিভি’র প্রতিনিধি রিফাত আহমেদ রাসেল, চ্যানেল-এস এর প্রতিনিধি জাহাঙ্গীর আলম, ঢাকা পোষ্টের প্রতিনিধি মুন্না দেবনাথসহ অন্যরা উপস্থিত ছিলেন।
© দিন পরিবর্তন