logo

নাটোরে মাদক মামলায় একজনের যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক

Published:11 Aug 2022, 07:13 PM

নাটোরে মাদক মামলায় একজনের যাবজ্জীবন


নাটোরে মাদক মামলায় শওকত হোসেন নামে একজনের যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছেন আদলত। একই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ছয় মাসের কারাদন্ডের আদেশ দেন

 

বৃহস্পতিবার (১১ আগস্ট) দুপুরে নাটোরের জেলা দায়রা জজ আদালতের বিচারক শরীফ উদ্দীন আদেশ প্রদান করেন। 

 

দন্ডপ্রাপ্ত শওকত হোসেন জামালপুর জেলার বকশিগঞ্জ থানার বায়েনপাড়া গ্রামের শারাফাত আলীর ছেলে

 

মামলা সূত্রে জানা গেছে, ২০২১ সালের জানুয়ারী রাতে নাটোরের বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের বড়াইগ্রাম উপজেলার মানিকপুর এলাকায় চেক পোস্ট বসিয়ে পরিবহনে তল্লাশি চালায় পুলিশ। সময় চাঁপাইনবাবগঞ্জ থেকে আসা ঢাকাগামী শ্রাবন্তি এন্টারপ্রাইজের যাত্রীবাহী একটি বাসে তল্লাশী চালিয়ে যাত্রী শওকত হোসেনকে সন্দেহ হলে তার শরীর তল্লাশী করা হয়। সময় তার কোমড়ে প্যাকেটে মোড়ানো অবস্থায় ৩০ গ্রাম হেরোইন উদ্ধার তাকে গ্রেফতার করা হয়। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বড়াইগ্রাম থানায় একটি মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়। আদালতের বিচারক মামলার স্বাক্ষ্য গ্রহণ শেষে বৃহস্পতিবার বিচারক এই রায় ঘোষণা করেন।



© দিন পরিবর্তন