logo

নির্বাচন দেখতে আসছেন দেড় শতাধিক বিদেশি পর্যবেক্ষক-সাংবাদিক

নিজস্ব প্রতিনিধি

Published:03 Jan 2024, 03:34 PM

নির্বাচন দেখতে আসছেন দেড় শতাধিক বিদেশি পর্যবেক্ষক-সাংবাদিক


দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন দেখতে ১২৭ বিদেশি পর্যবেক্ষকের আসার বিষয়টি চূড়ান্ত হয়েছে। অন্যদিকে, ভোটের খবর সংগ্রহে বাংলাদেশে আসছেন বিভিন্ন দেশ থেকে ৫৯ জন গণমাধ্যমকর্মী।

বুধবার (৩ জানুয়ারি) এ তথ্য জানায় নির্বাচন কমিশন (ইসি)।

ইসি সূত্র থেকে জানা যায়, নির্বাচন পর্যবেক্ষণে এবার বিদেশি পর্যবেক্ষক ও গণমাধ্যমকর্মী মিলিয়ে ২২৭ জন আবেদন করেছিলেন। এর মধ্যে অ্যাক্রিডিটেশন কার্ড দেয়া হয়েছে ১৮৬ জনকে।

বিমানবন্দরে নির্বাচন উপলক্ষ্যে বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকদের অভ্যর্থনা কেন্দ্র।

যুক্তরাষ্ট্রভিত্তিক আইআরআই-এনডিআই ও ইউরোপিয়ান ইউনিয়ন থেকে নির্বাচন বিশেষজ্ঞ দল নির্বাচন পর্যবেক্ষণ করবে। এছাড়া, বিভিন্ন সংস্থা যেমন কমনওয়েলথ, ব্রিটিশ হাই কমিশন, এসএডিএফ ও আরব পার্লামেন্ট থেকে প্রতিনিধিদল আসবেন।

কানাডা, রাশিয়া, নরওয়ে, বেলজিয়াম, শ্রীলঙ্কা, পাকিস্তান, ভারত, জাপান, অস্ট্রেলিয়া, নাইজেরিয়া, নেপাল প্রভৃতি দেশ থেকে পর্যবেক্ষকরা আসবেন। অন্যান্য দেশ থেকেও সরকারি ও বেসরকারি প্রতিনিধিরা আসবেন।

নির্বাচন কর্মকর্তারা জানান, নির্বাচন কমিশনের আমন্ত্রণে যেসব বিদেশি পর্যবেক্ষক আসবেন, তাদের থাকা-খাওয়াসহ প্রয়োজনীয় সব খরচ সরকার বহন করবে। অন্যদিকে, যারা নিজ উদ্যোগে আসছেন, তাদের নিজেদেরই খরচ বহন করতে হবে।

 



© দিন পরিবর্তন