নিজস্ব প্রতিনিধি
Published:28 Feb 2024, 05:13 PM
নীলফামারীর ডোমারে চারটি ক্লিনিক সিলগালা
নীলফামারী :
নীলফামারীর ডোমারে অনুমোদনহীন চারটি ক্লিনিক সিলগালা করেছে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবু রায়হান বারী। বুধবার দুপুরে অভিযান চালিয়ে এসব ক্লিনিক সিলগালা করা হয়। এসময় ক্লিনিকগুলোর সকল কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।
অভিযান সুত্রে জানা যায়, আনছার আলী ডায়াগনস্টিক সেন্টার, স্কয়ার ডায়াগনস্টিক সেন্টার, ট্রাস্ট ডায়াগনস্টিক সেন্টার এবং বোড়াগাড়ী নিউ লাইফ ডায়াগনস্টিক সেন্টারগুলো দীর্ঘদিন ধরে অনুমোদনহীন ভাবে করেছিলো । এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব ক্লিনিক সিলগালা করা হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা আবু রায়হান জানান, মন্ত্রনালয় কর্তৃক শর্ত পুরনে উপজেলার সকল ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিকগুলোকে লিখিত চিঠি দিয়ে আগামী ৭দিনের মধ্যে তা পুরন করতে নির্দেশনা দেয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় অভিযান চালিয়ে এসব ক্লিনিক সিলগালা করা হয়।
© দিন পরিবর্তন