প্রতিনিধি
Published:31 Jan 2024, 05:10 PM
নেছারাবাদের হত্যা মামলার প্রধান আসামি সাতক্ষীরায় র্যাবের হাতে আটক
পিরোজপুর :
নেছারাবাদ উপজেলার আটঘর কুড়িয়ানা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা শেখর শিকদারের হত্যা মামলার প্রধান আসামী বর্তমান চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা মিঠুন হালদার সহ মোট ৪ জনকে সাতক্ষীরা র্যাব-৮ আটক করেন। গত মঙ্গলবার জেলার আইনশৃঙ্খলা বাহিনীর সূত্রে জানা যায়, বেনাপোল থেকে ভারতে পালিয়ে যাওয়ার উদ্দেশ্যে সাতক্ষীরায় যান মিঠুন হালদার ও তার তিন সহযোগী বাকী, সুস্ময় ও জালিস। তাদেরকে থানায় হস্তান্তর করা হবে বলে জানান ওসি তদন্ত এইচ এম শাহীন।
পিরোজপুর জেলা পুলিশ সুপার মুহাম্মদ শরিফুল ইসলাম পিপিএম বেলা ১২:৪৫ টায় নেছারাবাদ উপজেলার সাংবাদিকদের কে নিয়ে প্রেস ব্রিফিং করেন। তিনি বলেন, নিহতের স্ত্রী মালা মন্ডল ১৫ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করছেন। আমরা সকল আসামিকে গ্রেফতার করার জন্য বিভিন্ন জায়গার অভিযান চালাচ্ছি। অন্যান্যদের মধ্যে এডিশনাল এসপি মুকিত হাসান খান,সিনিয়র সহকারী পুলিশ সুপার সাবিহা মেহরুবা উপস্থিত ছিলেন।
শেষ খবর পাওয়া পর্যন্ত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম সারোয়ার জানান, প্রধান আসামিসহ মোট আটজনকে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। অভিযুক্ত বাকিদের গ্রেফতারের জন্য অভিযান চলছে।
© দিন পরিবর্তন