নিজস্ব প্রতিনিধি
Published:30 Dec 2023, 05:28 PM
নৌবিহারে আড্ডা দিয়েই নেইমারের আয় ৪৫ কোটি টাকা
জন্মস্থান ব্রাজিলের সান্তোস থেকে সমুদ্রে পাল তুলেছিল ফুটবল সুপারস্টার নেইমার জুনিয়রের ব্যক্তিগত প্রমোদতরী। হাজারও যাত্রী নিয়ে রিও ডি জেনিরোর দক্ষিণ পাশে ভ্রমণ করেছে এই ক্রুজশিপ। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা জানিয়েছে, ২৬ ডিসেম্বর সাও পাওলো থেকে ৩৩৩ মিটার দীর্ঘ প্রমোদতরি নিয়ে কয়েক হাজার যাত্রীসহ সমুদ্রপথে ব্রাজিলের বিভিন্ন এলাকা ঘুরে রিও ডি জেনিরোয় পৌঁছায় নেইমারের এই নৌবিহার।
বড়দিনের এই পার্টিতে অংশ নিতে ভ্রমণসঙ্গীদের টিকিট বাবদ গুনতে হয়েছে সর্বোচ্চ ৭ লাখ ৩২ হাজার টাকা পর্যন্ত। সব মিলিয়ে যাত্রী ভাড়া থেকে নেইমারের আয় হয়েছে বাংলাদেশি টাকায় প্রায় ৪৫ কোটি টাকা। নেইমারের এই নৌবিহারের নাম ‘নেই এম আলতো মার’ যার বাংলা অর্থ ‘দূর সমুদ্রে নেইমার’। মূলত এটি তার নতুন ব্যবসা। তিনদিন ও তিন রাতের এই ভ্রমণের জন্য ছিল বিনোদনের সকল ব্যবস্থা। ৭২ ঘণ্টা ননস্টপ বিনোদনের জন্য ছিল ক্যাসিনো, কনসার্ট, বিশেষ স্টোর, বোলিং, গেমিং রুম, ফোর-ডি সিনেমা, ওয়াটার পার্ক, জিম, স্পাসহ আরও নানান সুবিধা।
শুধু নাচ-গানই নয় এই পার্টিতে ছিল বিশ্বের সেরা সব খাবার-দাবার। অনুষ্ঠানটি হয়েছে তিনটি ভিন্ন থিমে। একটি সাদা, একটি কস্টিউম পার্টি ও আরেকটিতে ছিল গ্রীষ্মকালীন থিম। ব্রাজিলের জনপ্রিয় সঙ্গীত শিল্পীরা অংশ নিয়েছেন এই অয়োজনে। জাহাজের বিশেষ কেবিনগুলোকে ক্লাসিক ডিজাইন এবং উচ্চ প্রযুক্তির সামঞ্জস্য করে দেওয়া হয়েছিল বিশেষ আবহ, যা এই সমুদ্রযাত্রায় বাড়তি রোমাঞ্চকর অনুভূতি দিয়েছে অতিথিদের।
চোটের কারণে গত অক্টোবর থেকে মাঠের বাইরে আছেন নেইমার। চলতি মৌসুমে আল হিলালের এই তারকাকে আর মাঠ দেখার সম্ভাবনা নেই। আগামী জুনে কোপা আমেরিকাতেও খেলতে পারবেন না এই সেলেসাও তারকা।
পার্টি-আসক্ত নেইমারের বিরুদ্ধে চোট নিয়েও এমন আনন্দ-মাস্তিতে মজে থাকার অভিযোগ পুরনো। চোটের কারণে দীর্ঘদিন মাঠের বাইরে থাকলেও দুঃখবোধ তাকে ঠিক কতটা ছুঁয়েছে? এ প্রশ্ন সবার। নৌবিহারে ঘুরতে গিয়ে যাত্রীদের সঙ্গে আড্ডা দিয়েও আয় করেছেন কোটি কোটি টাকা। নেইমারের এ উত্তাল জীবনের ঢেউ থামবে কোথায়?
© দিন পরিবর্তন