নিজস্ব প্রতিনিধি
Published:06 Mar 2024, 04:38 PM
পটুয়াখালীতে ভুয়া ডিজিএফআই সদস্য র্যাবের হাতে গ্রেফতার
পটুয়াখালী :
পটুয়াখালীতে র্যাব ৮, সিপিসি ১, পটুয়াখালী ক্যাম্পের বিশেষ অভিযানে হাসান ইমাম (৩৫) নামে এক ভুয়া ডিজিএফআই গ্রেফতার।
মঙ্গলবার ৫ মার্চ পটুয়াখালী র্যাব-৮ ব্যাপক গোয়েন্দা তৎপরতা চালিয়ে পটুয়াখালী পৌরসভার সবুজ বাগ এলাকার ৭ নম্বর লেনের কিছু দিন পূর্বে ক্রয়কৃত নিজ বাসা জান্নাত ভিলা থেকে গ্রেফতার করেছে বলে জানাযায়।
র্যাব সুত্রে জানাযায় গ্রেফতারকৃত ইমাম হাসান বাংলাদেশ বিমান বাহিনীর একজন বহিষ্কৃত সদস্য।তার পিতার নাম ক্বারী মো: আবুল হোসেন। গ্রেফতারকৃত ইমাম হাসান ২০২১ সালের নভেম্বর মাসে বিমান বাহিনীতে চাকুরি দেওয়ার প্রলোভন দেখিয়ে ৩০ জন যুবককে আটকে রাখা এবং টাকা দাবির সাথে সরাসরি জড়িত থাকায় পল্লবী থানা, ডিএমপি কর্তৃক গ্রেপ্তার হয়, যা সংবাদমাধ্যমে প্রচার হয় বলেও র্যাব জানায়।
উল্লেখ্য,গোফ দাড়ি ফেলে ছদ্মবশে থাকা হাসান ইমাম রাত বিরাতে অচেনা-অপরিচি লোকজন নিয়ে বাসা আশা যাওয়া করে বলেও এলাকাবাসী সূত্রে জানা যায়।এলাবাসির সন্দেহের এমন তত্ত্বের ভিত্তিতে মিডিয়া কর্মীরা তথ্য সংগ্রহে গেলে গত ২৮ ফেব্রুয়ারি ২০২৪ তারিখে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও প্রচার হয়, যেখানে দেখা যায় গ্রেফতারকৃত ইমাম হাসান ডিজিএফআই কর্মকর্তার পরিচয় দিয়ে মিডিয়া কর্মীদের প্রাণনাসের হুমকি সহ বিভিন্ন প্রকার ভয়ভীতি প্রদর্শন করেন।সামাজিক যোগাযোগ মাধ্যমের এই ভিডিও চিত্র র্যাব-৮ এর নজরে আসলে র্যাবের গোয়েন্দা তৎপরতা চালিয়ে তাকে গ্রেফতার করে।
এ সময় তার সম্পর্কে ভুয়া ডিজিএফআই কর্মকর্তার পরিচয় দিয়ে বিভিন্ন প্রকার প্রতারণামূলক কর্মকান্ডের সত্যতা পাওয়া যায় এবং তল্লাশিকালে তার নিকট থেকে ডিজিএফআই এর একটি ভুয়া আইডি কার্ডসহ নগদ টাকা, একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।গ্রেফতারকৃত হাসান ইমামকে পটুয়াখালী সদর থানায় হস্তান্তর করা হয়।
ভুয়া ডিজিএফআই হাসান ইমামের পৈতৃক নিবাস পটুয়াখালী জেলার রাঙ্গাবালী উপজেলার বড় বাইশইদা ইউনিয়নের ১ নং ওয়ার্ডে।
এবিষয়ে পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: জসিমউদদীন বলেন ভুয়া ডিজিএফআই হাসান ইমামের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।
© দিন পরিবর্তন