নিজস্ব প্রতিনিধি
Published:09 Feb 2024, 09:22 PM
পলাশবাড়ীতে ট্রাকের চাকায় পিষ্ট শিশু
গাইবান্ধার পলাশবাড়ীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মাহামুদ (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা-রংপুর মহাসড়কের দক্ষিণ বন্দর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মাহামুদ পলাশবাড়ী পৌর শহরের নুনিয়াগাড়ী গ্রামের রবিউল ইসলামের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, পৌর শহরের দক্ষিণ বন্দর এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে মায়ের সঙ্গে রাস্তা পার হওয়ার জন্য দাঁড়িয়ে ছিলো শিশু মাহমুদ। মায়ের অজান্তে হঠাৎ দৌড়ে রাস্তা পার হওয়ার সময় বগুড়া থেকে আসা রাইন মন্ডল ইন্টারপ্রাইজ নামে একটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যায় সে।
পলাশবাড়ী থানার অফিসার ইনর্চাজ আরজু মোঃ সাজ্জাদ হোসেন জানান, এ ঘটনায় ঘাতক ট্রাক ও চালককে আটক করা হয়েছে।
© দিন পরিবর্তন