নিজস্ব প্রতিবেদক
Published:28 Aug 2022, 05:50 PM
পাকিস্তানে বন্যায় মৃত্যু হাজার ছাড়িয়েছে
পাকিস্তানে জুন থেকে শুরু হওয়া মৌসুমি বৃষ্টিপাত ও বন্যায় মৃতের সংখ্যা হাজার ছাড়িয়েছে। ৫৭ লাখের বেশি মানুষ বন্যাকবলিত হয়ে পড়েছে দেশটিতে। বন্যাজনিত কারণে আহত হয়েছেন আরও এক হাজার পাঁচশ জন। বাড়িঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন আরও অনেকে। এ অবস্থায় আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে সহায়তার আহ্বান জানিয়েছে দেশটির সরকার।
উদ্ধার তৎপরতা চালাচ্ছে দেশটির বিভিন্ন বাহিনীর গঠিত টিম। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা সালমান সুফি বলেন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সংযুক্ত আরব আমিরাত ও অন্য দেশগুলো সহযোগিতার হাত বাড়িয়েছে। তবে আরও তহবিল প্রয়োজন।
২০১০ সালে এমন বন্যা পরিস্থিতি দেখেছিল পাকিস্তানের মানুষ। মানবিক সংকট প্রকট আকার ধারণ করেছে দেশটিতে।
© দিন পরিবর্তন