দিন পরিবর্তন ডেস্ক
Published:10 May 2021, 10:48 AM
পাটুরিয়া ফেরিঘাটে আজও বাড়ি ফেরা মানুষের ঢল
করোনা সংক্রমণ রোধে শিমুলিয়া ও পাটুরিয়া নৌরুট বন্ধ থাকার পরেও ঘরমুখো হচ্ছে মানুষ। বিজিবি মোতায়েনের পরও থামছে না জনস্রোত।
ঝুঁকি নিয়েই নানা উপায়ে বাড়ির পথে যাত্রা করছেন তারা। রবিবার ভোর থেকেই শিমুলিয়া ও পাটুরিয়া ঘাটে জড়ো হতে শুরু করেছে মানুষ। ঘাটে মরদেহবাহী গাড়ি, অ্যাম্বুলেন্স ও জরুরি সেবায় নিয়োজিত পরিবহণ পারপারের জন্য যে ছোট ফেরিগুলো চলছে তাতে উঠে পড়ছে লোকজন।
আজ সোমবার সকাল সোয়া ৮টার দিকে দুটি অ্যাম্বুলেন্স, কয়েকটি ছোট গাড়ি এবং যাত্রী নিয়ে রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটের উদ্দেশে ছেড়ে গেছে।
সকাল পৌঁনে নয়টার দিকে শাপলা শালুক নামে যাত্রী বোঝাই করে অনুরূপভাবে আরও একটি ফেরি ছেড়ে যায়। দৌলতদিয়া থেকেও দুটি ফেরি পাটুরিয়া ঘাটে আসতে দেখা গেছে।
শিবালয় থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ফিরোজ কবীর বলেন, ফেরি চলাচল বন্ধ থাকলেও নির্দেশনা অনুযায়ী মরদেহ ও রোগী বহনকারী গাড়ি পার করা হচ্ছে। পাশাপাশি যাত্রী ও ছোটগাড়িও পার হচ্ছে।
© দিন পরিবর্তন