নিজস্ব প্রতিনিধি
Published:06 Feb 2024, 03:58 PM
পুটিবিলায় জমির টপসয়েল কেটে বিক্রির দায়ে ১লক্ষ টাকা জরিমানা
চট্টগ্রাম দক্ষিণ :
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পুটিবিলা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের গৌড়স্থান এলাকায় কৃষি জমির টপসয়েল কেটে বিক্রির দায়ে এক যুবককে ১লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
৫ই ফেব্রুয়ারি সোমবার সন্ধ্যায় এই ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নাজমুন লায়েল। অভিযানকালে উপজেলা ভূমি অফিসের স্টাফগণ, থানা পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
এ সময় ওই এলাকার আবদুল মোনাফের পুত্র শাহাব উদ্দিন(৩১) নামে এক যুবককে এক লক্ষ টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার(ভূমি) নাজমুন লায়েল জানান, উপজেলার পুটিবিলা গৌড়স্থান এলাকায় কৃষি জমির টপ সয়েল কেটে বিক্রি করছিল প্রভাবশালীরা। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধ্যায় অভিযান পরিচালনা করে মাটির টপসয়েল কাটার দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে শাহাব উদ্দিন নামে এক যুবককে এক লাখ টাকা জরিমানা প্রদান করা হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
© দিন পরিবর্তন