logo

পুলিশ পরিদর্শকের ওপর হামলার ঘটনায় ছয়জন গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি

Published:03 Feb 2024, 05:06 PM

পুলিশ পরিদর্শকের ওপর হামলার ঘটনায় ছয়জন গ্রেফতার


আল সাদি, গাজীপুর :
হোটেলের নষ্ট খাবার ফেরত দেওয়ায় গাজীপুরের কালিয়াকৈরে মেহেদী হাসান নামের এক পুলিশ পরিদর্শকের ওপর হামলা চালিয়েছে হোটেলের মালিকের ছেলে ও কর্মচারীরা।

গত শুক্রবার (২ ফেব্রুয়ারি) রাত এগারোটায় কালিয়াকৈর উপজেলার সফিপুর বাজারে এ ঘটনা ঘটে। এঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ ছয়জনকে গ্রেফতার করেছে। আহত মেহেদী হাসান গাজীপুর জেলা ট্রাফিক পুলিশের পরিদর্শক হিসেবে কর্মরত।

জানা গেছে, শুক্রবার বাড়িতে কেউ না থাকায় তিনি দায়িত্ব পালন শেষে রাত ১০টার দিকে ইমা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে রাতের খাবার খেতে যান। ওই সময় তিনি সিভিল পোশাকে থাকায় হোটেল মালিকের ছেলে বা কর্মচারীরা কেউ জানত না তিনি পুলিশ কর্মকর্তা। রাতের খাবারের জন্য তিনি রুটি, ডাল ও হালিমের অর্ডার দেন। ডাল ও হালিম থেকে দুর্গন্ধ বের হওয়ায় সেই খাবার তিনি ফেরত দেন। নষ্ট খাবার ফেরত দিলেও হোটেলের ক্যাশে থাকা হোটেল মালিকের ছেলে অলিউল্লাহ ওরফে শান্ত তার কাছে বিল দাবি করেন। এ নিয়ে দুজনের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে অলিউল্লাহ কাঁচের গ্লাসের কিছু অংশ ভেঙ্গে তার মুখে আঘাত করেন। এ সময় হোটেলের কর্মচারীরাও তার ওপর হামলা চালিয়ে মারধর করেন। পরে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে প্রথমে সফিপুর একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। এরপর তাকে উন্নত চিকিৎসার জন্য কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ রাতেই অভিযান চালিয়ে হোটেল মালিকের মেয়ের জামাই সাইফুল্লাহ সুমন, মমিনুল ইসলাম, শাফায়াত হোসেন, আব্দুল রাজ্জাক, জাহিদ হোসেন ও রাকিবকে গ্রেপ্তার করে। তবে ঘটনার মূল হোতা অলিউল্লাহ পলাতক আছেন।

ভুক্তভোগী ট্রাফিক পরিদর্শক মেহেদি হাসান দিন পরিবর্তনকে বলেন, ক্যাশে থাকা ছেলেকে আমি জিজ্ঞেস করেছি নষ্ট থাকায় আমি হালিম ও ডাল খাইনি তারপরও কেন বিল ধরেছেন। তখন তিনি উত্তেজিত হয়ে ওঠেন। একপর্যায়ে গ্লাস ভেঙ্গে আমার মুখে আঘাত করে।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম দিন পরিবর্তনকে বলেন, এ ঘটনায় আহত পুলিশ সদস্য বাদী হয়ে একটি মামলা করেছেন। অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেফতার করা হয়েছে। তবে ঘটনার মূল হোতা হোটেল মালিকের ছেলে পালিয়ে গেছেন।



© দিন পরিবর্তন