নিজস্ব প্রতিনিধি
Published:06 Feb 2024, 04:01 PM
পূর্বধলায় জন্ম ও মৃত্যু নিবন্ধন টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত
পূর্বধলা,(নেত্রকোনা) :
নেত্রকোনার পূর্বধলা উপজেলা প্রশাসনের উদ্যোগে জন্ম ও মৃত্যু নিবন্ধন সংক্রান্ত ট্রাস্কফোর্স কমিটির মাসিক সভা
আজ (৬ ফেব্রুয়ারি) মঙ্গলবার উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ খবিরুল আহসান’র সভাপতিত্বে পরিচালিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা মোঃ আবু হাসান শাহীন, প্রাথমিক শিক্ষা অফিসার মফিজুল হক, পূর্বধলা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সিদ্দিকুর রহমান বুলবুল, খলিশাউড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কমল কৃষ্ণ সরকার, আগিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সানোয়ার হোসেন চৌধুরী, বৈরাটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনিসুজ্জামান তালুকদার (মোশারফ), উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সবিতা রানী সরকার, পূর্বধলা রিপোর্টার্স ক্লাব সভাপতি শফিকুল ইসলাম খান, সাংবাদিক মো: এমদাদুল ইসলাম, আজকের আরবানের স্টাফ রিপোর্টার নাহিদ আলম প্রমূখ। এছাড়াও বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তা, ইউপি সচিবগণ উপস্থিত ছিলেন।
সভায় মো: খবিরুল আহসান বলেন, একজন শিশু জন্মগ্রহন করলে তাঁকে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদে জন্ম নিবন্ধন করা উচিত, ঠিক তেমনি কারো মৃত্যু হলেও তাকে ইউনিয়ন পরিষদ হতে মৃত্যু সনদ নিতে হবে। এ সময় ইউনিয়ন পরিষদ সচিবদের জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে আরো গতিশীলতা বাড়ানোর অনুরোধ জানানো হয়।
© দিন পরিবর্তন