নিজস্ব প্রতিবেদক
Published:19 Dec 2023, 03:33 PM
প্রতীক পেয়েই প্রচারে প্রার্থীরা
রেজাউল করিম হীরা:
দেশজুড়ে বইছে নির্বাচনী উত্তাপ। শুরু হয়েছে ভোটের ক্ষণগণনা। আসন্ন দ্বাদশ জতীয় নির্বাচনে প্রার্থীরা প্রতীক পেয়েই ভোটযুদ্ধে মাঠে নেমেছে। শুরু করেছেন শো-ডাউন। সদলবলে ছুটছেন দ্বারে দ্বারে। কোলাকুলি-কুশল বিনিময়ের মধ্যদিয়ে সারা দেশে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে নির্বাচনী প্রচার।
গতকাল সোমবার সকাল থেকে দেশের প্রতিটি সংসদীয় আসনে প্রতীক বরাদ্দ দেয়া হয়। রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে প্রতীক পাওয়ার পরপরই দেশের বিভিন্ন এলাকায় প্রার্থীরা নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে মিছিল ও জনসংযোগে নামেন। দল মনোনীত প্রার্থীদের প্রতীক জানা থাকায় আগে থেকেই প্রস্তুত ছিলেন নেতাকর্মীরা। ফলে তারা দ্রæত দলীয় প্রতীকের ব্যানার, ফেস্টুন, হ্যান্ডবিল নিয়ে প্রচার শুরু করেন। দলীয় প্রার্থীদের পাশাপাশি স্বতন্ত্র প্রার্থীরাও প্রচারে নেমেছেন। নির্বাচনী প্রচার চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। আর ৭ জানুয়ারি হবে দ্বাদশ সংসদ নির্বাচনের ভোটগ্রহণ।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে মোট প্রার্থীর সংখ্যা ১ হাজার ৮৯৬ জন। ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রধান রাজনৈতিক প্রতিদ্ব›দ্বী বিএনপি ছাড়া এই নির্বাচনে প্রার্থীদের বড় অংশই স্বতন্ত্র। ২০১৮ সালে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট প্রার্থী ছিলেন ১ হাজার ৮৬১ জন। এর মধ্যে স্বতন্ত্র প্রার্থী ছিলেন ১২৮ জন। আওয়ামী লীগ, বিএনপিসহ ৩৯টি দলের প্রার্থী ছিলেন ১ হাজার ৭৩৩ জন।
দ্বদশ জাতীয় নির্বাচনে ৪৪টি নিবন্ধিত দলের মধ্যে প্রার্থী আছে ২৭টি দলের। এর মধ্যে আওয়ামী লীগের দলীয় প্রার্থী আছে ২৬৩ আসনে। দলটির আরও ২৬৯ জন নেতা স্বত ন্ত্র প্রার্থী হিসেবে আছেন; যাঁরা ইতিমধ্যে ‘আওয়ামী স্বতন্ত্র প্রার্থী’ হিসেবে ভোটের মাঠে পরিচিতি পেয়েছেন। এর মধ্যে ২৮ জন বর্তমান সংসদ সদস্যও রয়েছেন, যাঁরা এবার দলের মনোনয়ন পাননি। কোনো কোনো আসনে আওয়ামী লীগের একাধিক নেতা স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। আওয়ামী লীগের নেতাদের বাইরেও কেউ কেউ স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। মোট স্বতন্ত্র প্রার্থী চার শর কাছাকাছি।
এবার ৩০০ সংসদীয় আসনে ২ হাজার ৭১৬টি মনোনয়নপত্র জমা পড়েছিল। রিটার্নিং কর্মকর্তাদের বাছাইয়ে ৭৩১টি বাতিল হয়। নির্বাচন কমিশনে (ইসি) আপিল করে প্রার্থিতা ফিরে পান ২৮০ জন। আর বাছাইয়ে বৈধ হওয়ার পরও আপিলে বাদ পড়েন ৫ জন। আর প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন ৩৪৭ প্রার্থী। গতকাল প্রতিদ্ব›িদ্ব প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করে নির্বাচন কমিশন (ইসি)। প্রতীক পেয়েই প্রচারে নেমে পড়েছেন প্রার্থীরা।
প্রার্থীদের নির্বাচনী আচরণবিধি মেনে প্রচারণা চালানোর নির্দেশ দিয়েছেন নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম। তিনি বলেন, আমাদের বার্তা একটিই। প্রত্যেক প্রার্থী যেন নির্বাচনে আচরণবিধি মেনে প্রচার-প্রচারণা করেন।
নির্বাচনের আচরণবিধি মেনে চলতে ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, আগামী ২০ ডিসেম্বর সিলেটে নির্বাচনী প্রথম জনসভা করা হবে।
তিনি বলেন, আগামী ২৭ ডিসেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ইশতেহার ঘোষণা করবে আওয়ামী লীগ। এইদিন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা নির্বাচনী ইশতেহার ঘোষণা করবেন।
নির্বাচন উপলক্ষে সারা দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আগামী ২৯ ডিসেম্বর থেকে ১০ জানুয়ারি ২০২৪ পর্যন্ত মোতায়েন থাকবে সশস্ত্র বাহিনী। এছাড়াও সংসদ নির্বাচনে সহযোগিতা করবে বেসামরিক বাহিনী। এ বিষয়ে সশস্ত্র বাহিনী বিভাগে নির্বাচন কমিশন চিঠি দিয়েছে। গতকাল সোমবার নির্বাচন কমিশন এ সিদ্ধান্ত নিয়েছে।
ঢাকা-১০ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী চিত্রনায়ক ফেরদৌস আহমেদ নৌকা প্রতীক বরাদ্দ পেয়েই নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। গতকাল ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে নৌকা প্রতীক বরাদ্দ পান তিনি। প্রতীক বরাদ্দ পেয়েই ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে যান তিনি। পরে বিকেল সাড়ে তিনটার দিকে নিজ নির্বাচনী এলাকা নিউমার্কেটের (বিজিবি-৩ নম্বর গেট) সামনে থেকে প্রচারণা শুরু করেন। এসময় স্থানীয় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তাকে স্বাগত জানান৷
ঢাকা-৪ আসনের জাতীয় পার্টির সংসদ সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা লাঙ্গলের পক্ষে ভোট চেয়ে বড় ধরনের শোডাউনের মাধ্যমে দ্বাদশ জাতীয় নির্বাচনের প্রচার শুরু করেছেন। গতকাল বিকেলে রাজধানীর দোলাইরপাড় থেকে দশ সহস্রাধিক নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে নির্বাচনি মিছিল শুরু করেন বাবলা। মিছিলে লাঙ্গল, বাদ্যযন্ত্র, ফেস্টুন, ব্যানার নিয়ে লাঙ্গল মার্কায় ভোট চেয়ে ¯স্লোগান দেন নেতাকর্মীরা। নির্বাচনী মিছিলটি জুরাইন পোস্তগোলা হয়ে প্রায় তিন কিলোমিটার পথ অতিক্রম করে কদমতলী শিল্পাঞ্চলে এসে শেষ হয়।
প্রতিনিধিদের পাঠানো খবর :
প্রতীক পাওয়ার পর সড়কে সাইকেল চালিয়ে প্রচারণা শুরু করেছেন তথ্য ও স¤প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। গতকাল বিকেলে তার নির্বাচনী এলাকা চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া, বোয়ালখালী আংশিক) এলাকায় এই প্রচারণায় অংশ নেন।
বিকেল ৩টার দিকে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে সাইকেল চালিয়ে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের রাঙ্গুনিয়ার ইছাখালী, ঘাটচেক, রোয়াজারহাট, থানাসদর, কলেজগেট হয়ে মরয়মনগর চৌমুহনী গিয়ে পথসভায় অংশ নেন। দুই কিলোমিটার পথ সাইকেল চালানোর সময় দলীয় শতাধিক নেতাকর্মী সঙ্গে ছিলেন। পরে পথসভায় বক্তব্য দেন তিনি।
প্রতীক বরাদ্দের পর থেকেই নৌকা প্রতীকের প্রচার মাইকিং শুরু করেছেন মাগুরা-১ আসনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী ক্রিকেটার সাকিব আল হাসান। তার পক্ষে শহরের বিভিন্ন রাস্তায় ও গলিতে আগামী ৭ জানুয়ারির নির্বাচনে স্মার্ট বাংলাদেশ গড়ার ¯েøাগান নিয়ে প্রচার চলছে। এছাড়া অন্যান্য প্রার্থীরাও প্রচারে নেমেছেন।
খুলনার-৬টি আসনের ৩৪ জন প্রার্থীকে প্রতীক বরাদ্দ দিয়েছেন খুলনার রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন। গতকাল সকাল সাড়ে ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত তার কার্যালয়ে প্রার্থীদের মাঝে এই প্রতীক বরাদ্দ দেওয়া হয়। প্রতীক বরাদ্দ পাওয়ার পর দুপুরেই দলীয় নেতাকর্মীদের নিয়ে গণসংযোগে নেমেছেন প্রার্থীরা। তবে আওয়ামী লীগের প্রার্থীদের বাইরে অন্যরা এখনও গণসংযোগ শুরু করেননি।
রিটার্নিং কর্মকর্তা জানান, খুলনা-১ আসনে ৪ জন, খুলনা-২ আসনে ৬ জন, খুলনা-৩ আসনে ৪ জন, খুলনা-৪ আসনে ১০ জন, খুলনা-৫ আসনে ৩ জন ও খুলনা-৬ আসনে ৭ প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
এবারের নির্বাচনে ১০টি দল মনোনীত ও স্বতন্ত্র প্রার্থী মিলিয়ে মোট ৩৪ প্রার্থী প্রতিদ্ব›িদ্বতা করছেন। এর মধ্যে আওয়ামী লীগের ৬ প্রার্থীকে নৌকা, জাতীয় পার্টির ৬ প্রার্থীকে লাঙল, তৃণমূল বিএনপির ৩ প্রার্থীকে সোনালি আঁশ, বাংলাদেশ কংগ্রেসের ৩ প্রার্থীকে ডাব, বিএনএম’র ৩ প্রার্থীকে নোঙর, এনপিপি’র ২ প্রার্থীকে আম, জাকের পার্টির ১ প্রার্থীকে গোলাপ ফুল, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের ১ প্রার্থীকে ছড়ি, ওয়ার্কার্স পার্টির ১ প্রার্থীকে হাতুড়ি ও ইসলামী ঐক্যজোটের ১ প্রার্থীকে মিনার প্রতীক বরাদ্দ দেওয়া হয়।
© দিন পরিবর্তন