নিজস্ব প্রতিনিধি
Published:05 Mar 2024, 04:15 PM
প্রতীক্ষার অবসান ঘটিয়ে খুললো গাজীপুর চৌরাস্তার ফ্লাইওভার, স্বস্তি ফিরে এসেছে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে
গাজীপুর:
বিআরটি প্রকল্পের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে চান্দনা চৌরাস্তায় লেনটি যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে।
মঙ্গলবার (০৫ মার্চ) সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তা এলাকায় লেনটি অনানুষ্ঠানিকভাবে খুলে দেওয়া হয়।
গাজীপুর মহানগর পুলিশের উপকমিশনার (ট্রাফিক) মো. আলমগীর হোসেন দিন পরিবর্তনকে বলেন, জন দুর্ভোগ কমাতে চান্দনা চৌরাস্তা লেনটি খুলে দেওয়া হয়েছে।
তিনি বলেন, ‘ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে নির্মাণাধীন বিআরটি প্রকল্পের ভোগড়া থেকে চান্দনা চৌরাস্তা পর্যন্ত একটি ফ্লাইওভারের নির্মাণকাজ সমাপ্ত হয়েছে।একই সঙ্গে গাজীপুর বাসস্ট্যান্ড (শিববাড়ী) এলাকা থেকে ঢাকামুখী লেনটিও খুলে দেওয়া হয়।
এতে ঢাকা থেকে ময়মনসিংহগামী সব যানবাহন এই লেন ব্যবহার করে ভোগড়া ও চান্দনা চৌরাস্তার দীর্ঘ যানজট এড়িয়ে চলাচল করতে পারবে। একই সঙ্গে ফ্লাইওভার ব্যবহার করে ঢাকা থেকে জয়দেবপুরগামী যানবাহন চন্দনা চৌরাস্তার যানজট এড়িয়ে জয়দেবপুরের দিকে যেতে পারবে। তা ছাড়া জয়দেবপুর থেকে ঢাকার দিকেও চলাচলের ক্ষেত্রে এই ফ্লাইওভারের লেন ব্যবহার করা যাবে।
লেনটি খুলে দেওয়ার সাথে ঢাকা কিশোরগঞ্জ সড়কের জলসিড়ি ও অনন্য পরিবহনের বাসগুলো চলতে দেখা গেছে। বাস কাউন্টারের যাত্রীরা জানান, আজকে বাস ফ্লাইওভারের উপর দিয়ে এসেছে। কোনো যানযট ছিলোনা।
বিআরটি ব্যাবস্থাপনা পরিচালক মো. সফিকুল ইসলাম দিন পরিবর্তনকে জানান, জয়দেবপুর চান্দনা চৌরাস্তায় লেনে এখন থেকে দুদিক থেকে যানচলাচল করতে পারবে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মাহবুব আলম জানান, এখন থেকে চৌরাস্তার চিরচেনা দুর্ভোগ কমে আসবে। নতুন ফ্লাইওভারে যান চলাচল স্বাভাবিক ও নিরাপদ করতে সেখানে অতিরিক্ত ট্রাফিক পুলিশের ব্যবস্থাও রাখা হবে।
© দিন পরিবর্তন