logo

প্রথমবারের মতো দেশব্যাপী লিঙ্গুইস্টিক অলিম্পিয়াড উদযাপন

নিজস্ব প্রতিনিধি

Published:09 Feb 2024, 04:43 PM

প্রথমবারের মতো দেশব্যাপী লিঙ্গুইস্টিক অলিম্পিয়াড উদযাপন


মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৪ উদ্যাপন উপলক্ষ্যে ০৯ ফেব্রুয়ারি ২০২৪ তারিখ শুক্রবার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট প্রথমবারের মতো দেশব্যাপী লিঙ্গুইস্টিক অলিম্পিয়াড আয়োজন করছে।

এ আয়োজনের মাধ্যমে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে মাতৃভাষা চর্চা, প্রচার ও প্রসার ঘটানোই আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট-এর মূল লক্ষ্য।

সকাল ৯:৩০ ঘটিকায় জাতীয় পতাকা উত্তোলন করেন প্রধান অতিথি প্রফেসর ড. হাকিম আরিফ, মহাপরিচালক আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট, ঢাকা । এ সময় উপস্থিত ছিলেন বিশেষ অতিথি ও আমন্ত্রিত অন্যান্য অতিথিবৃন্দ। সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আজহারুল আমিন, পরিচালক (প্রশাসন, অর্থ ও প্রশিক্ষণ) আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট লিঙ্গুইস্টিক অলিম্পিয়াড-এর বিশেষজ্ঞ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মুহাম্মদ আসাদুজ্জামান; বিশেষ অতিথি অধ্যাপক গুলশান আরা এবং ড. মনিরা বেগম, ভাষা বিজ্ঞান বিভাগ ঢা.বি, তাওহিদা জাহান শান্তা,কমিউনিকেশন ডিজঅর্ডার বিভাগ ঢা.বি; আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট এর উপপরিচালক জনাব মো: আবদুল কাদের , নিগার সুলতানা, সহকারী পরিচালক পুলক কুমার ধর । প্রধান অতিথি , অন্যান্য বিশেষ অতিথি ও আমন্ত্রিত অতিথিবৃন্দ জাতীয় সংগীত পরিবেশনের পর বেলুন ও ফেষ্টুন উড়িয়ে লিঙ্গুইস্টিক অলিম্পিয়াড-এর শুভ উদ্বোধন করেন।

স্বাগত বক্তব্য প্রদান করেন জনাব মো. আলমগীর হোসেন তালুকদার, প্রধান শিক্ষক, গবর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল, ঢাকা ।

বিশেষ অতিথি, প্রধান অতিথি ও সভাপতির বক্তব্যের পর প্রথম পর্বের আনুষ্ঠানিকতা শেষ হয়।

এ অনুষ্ঠানে ঢাকা অঞ্চলের ৬ষ্ঠ থেকে নবম ক্যাটেগরিতে ১৫০ জন এবং দশম থেকে দ্বাদশ ক্যাটেগরিতে ১৪০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। সকাল ১০.৩০ ঘটিকা থেকে ১২ ঘটিকা পর্যন্ত অংশগ্রহণকারী শিক্ষার্থীরা ১ ঘণ্টা ৩০ মিনিট ব্যাপী লিঙ্গুইস্টিক অলিম্পিয়াড-এর নির্ধারিত পরীক্ষায় অংশগ্রহণ করেন। লিঙ্গুইস্টিক অলিম্পিয়াড-এর মূল্যায়ন ও ফলাফল ঘোষণা পর্বে অনুষ্ঠানের প্রধান অতিথি প্রফেসর ড. হাকিম আরিফ বলেন- লিঙ্গুইস্টিক অলিম্পিয়াডকে প্রতিযোগিতা হিসেবে নয়, মাতৃভাষার প্রতি শ্রদ্ধাবোধ বাড়ানোর জন্য একটি কৌশল হিসেবে নিতে হবে। এই লিঙ্গুইস্টিক অলিম্পিয়াড অন্য অলিম্পিয়াডের মত নয়- নিজের মাতৃভাষা, বিশ্বের সকল মাতৃভাষাকে সংরক্ষণ, চর্চা, প্রচার ও প্রসার ঘটানোর মাধ্যম হিসেবে নিতে হবে। আজকে যারা এসেছ তারা নিজের মাতৃভাষাকে ভালোবাসবে, বিশ্বের সকল মাতৃভাষাকে ভালোবাসবে।

ভাষা বিশেষজ্ঞ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মুহাম্মদ আসাদুজ্জামান বলেন- ভাষা মানুষের পরম সম্পদ। মাতৃভাষা চর্চার মধ্য দিয়েই একটি জনগোষ্ঠি তার মনন, মেধা ও চিন্তা প্রকাশ করে। পৃথিবীতে অনেক মাতৃভাষা বিপন্ন অবস্থায় রয়েছে এসব ভাষা সঠিকভাবে চর্চা না করলে তা মৃত্যুমুখে পতিত হবে। কাজেই বিপন্ন ভাষা চর্চা, অনুশীলন, পুনরুজ্জীবন, নথিবদ্ধকরণ আবশ্যক। এই লক্ষ্যকে সামনে রেখে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট প্রথমবারের মতো লিঙ্গুইস্টিক অলিম্পিয়াড ২০২৪ আয়োজন করেছে এর মাধ্যমে বিশ্বের প্রতিটি মাতৃভাষা চর্চাকে উৎসাহিত করা। মাতৃভাষা হারিয়ে যাওয়া মানে ঐ ভাষার কৃষ্টি, সংস্কৃতি ও সভ্যতা বিলিন হয়ে যাওয়া। ভাষা বিজ্ঞানীদের অনুমান আগামী ৫০/৬০ বছরের মধ্যে বিশ্বের শতকরা ৯০% ভাষা পৃথিবী থেকে হারিয়ে যাবে। ভাষা হোক সবার মত প্রকাশের স্বাধীনতার ভাষা। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট এ কাজটি করে যাচ্ছে।

বিশেষ অতিথি অধ্যাপক গুলশান আরা বলেন- ভাষাভাষীর সংখ্যার দিক দিয়ে বাংলা বিশ্বের চতুর্থ স্থান দখল করে আছে। আমাই আয়োজিত লিঙ্গুইষ্টিক অলিম্পিয়াডে বাংলা ভাষাকে স্বীয় মর্যাদায় আসীন করার জন্য ভাষা ব্যবহারকারীদের মধ্যে সচেতনতা সৃষ্টিতে বিশেষ অবদান রাখবে বলে মনে করি। যেকোনো দূষণের মতই ভাষা দূষণ একান্তই পরিহার্য, এই দূষণ আরো অনেক বেশি ক্ষতিকর কারণ ভাষার সাথে একটি জাতির সাংস্কৃতিক ঐতিহ্য ওতপ্রোতভাবে জড়িত। ড. মনিরা বেগম বলেন- আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের উদ্যোগে আয়োজিত লিঙ্গুইস্টিক অলিম্পিয়াড শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশের সাথে সাথে ভাষা বিশ্লেষণে ও দক্ষতা বৃদ্ধিতে সহায়ক হবে বলে মনে করছি। এই আয়োজনের সাথে সংশ্লিষ্ট থাকতে পেরে আয়োজকদেরকে ধন্যবাদ জানাচ্ছি।

সভাপতির ভাষণে জনাব মোঃ আজহারুল আমিন পরিচালক (প্রশাসন, অর্থ ও প্রশিক্ষণ) আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট বলেন- ইংরেজিতে কথা বললে যেমন প্রাণকে স্পর্শ করে না তেমনি মাতৃভাষা ব্যতীত অন্য যেকোনো ভাষায় মাতৃভাষার মতো সুধা পাওয়া যায় না। আজকের আয়োজনে যারা অংশ গ্রহণ করেছ তোমাদেরকে ধন্যবাদ জানাই। মনে রাখবে যেকোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ করাই বড় কথা।

লিঙ্গুইস্টিক অলিম্পিয়াড এর সদস্য এবং উপপরিচালক (প্রকাশনা, প্রচার, তথ্য ও জনসংযোগ) আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট জনাব মোঃ আবদুল কাদের বলেন, রাজশাহী, খুলনা, চট্টগ্রাম, সিলেট, ঢাকা, নারায়ণগঞ্জ এই ছয়টি অঞ্চল থেকে ক-ক্যাটেগরি থেকে ১০জন করে মোট ৬০জন এবং খ- ক্যাটেগরি থেকে ১০জন করে মোট ৬০জন ফাইনাল রাউন্ডে ঢাকায় ১৩/০২/২০২৪ তারিখ আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে অনুষ্ঠিতব্য প্রতিযোগিতায় অংশ নিবে। ফাইনাল রাউন্ডে ২ ক্যাটেগরিতে ৩ জন করে মোট ৬ জন মাননীয় প্রধানমন্ত্রীর নিকট থেকে একুশের অনুষ্ঠানমালায় পুরস্কার গ্রহণ করবেন এবং এই ৬ জন এ বছর ব্রাজিলে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক লিঙ্গুইস্টিক অলিম্পিয়াডের জন্য বিবেচিত হবেন। সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠানের পর অংশগ্রহণকারী শিক্ষার্থীবৃন্দ ভাষা, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ে বিভিন্ন প্রশ্ন করে।

আমন্ত্রিত অতিথিবৃন্দ শিক্ষার্থীদের প্রশ্নের উত্তর প্রদান করে ফলাফল ঘোষণা করেন এবং সভাপতি অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

 



© দিন পরিবর্তন