logo

প্রথমার্ধে বাংলাদেশের জালে অস্ট্রেলিয়ার ৪

নিজস্ব প্রতিবেদক

Published:26 Jan 2024, 03:45 PM

প্রথমার্ধে বাংলাদেশের জালে অস্ট্রেলিয়ার ৪



মেলবোর্নের অ্যামি পার্কে চলছে অস্ট্রেলিয়া ও বাংলাদেশের মধ্যকার বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ। প্রথমার্ধেই স্বাগতিক অস্ট্রেলিয়া ম্যাচের পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে। জামাল ভূঁইয়াদের বিপক্ষে ৪-০ গোলের লিড নিয়ে মধ্য বিরতিতে গেছে অস্ট্রেলিয়া।

অস্ট্রেলিয়ার র‌্যাংকিং ২৭ এবং কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে হেরে তারা নক-আউট থেকে বিদায় নিয়েছিল। এই দু’টি তথ্যই যথেষ্ট বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার ব্যবধান পার্থক্য নিরূপণে। এদিন ম্যাচের মাত্র ৪ মিনিটেই গোল করে অস্ট্রেলিয়া নিজেদের সামর্থ্য জানান দেয়।

বাংলাদেশ পুরো ম্যাচজুড়েই সময় কাটিয়েছে নিজেদের অর্ধেই। ফরোয়ার্ড রাকিব হোসেন দুয়েকবার অস্ট্রেলিয়ার বক্সের সামনে গেলেও তেমন কিছু করতে পারেননি। বাংলাদেশ নিজেদের অর্ধে থাকায় অস্ট্রেলিয়ান গোলরক্ষক অনেক সময় বক্স থেকে বেরিয়ে এসে পাসও খেলেছেন।


বল পজিশন এবং আক্রমণসহ সব দিক থেকেই অস্ট্রেলিয়ার একচ্ছত্র প্রাধান্য ছিল। সে তুলনায় তেমন কিছুই করতে পারেনি বাংলাদেশ। ডিফেন্ডার ও গোলরক্ষক আক্রমণ সামাল দিতেই ব্যতিব্যস্ত ছিলেন। অবশ্য দুয়েকটি সেভ করেছেন গোলরক্ষক মিতুল মারমা। তা না হলে প্রথমার্ধে ব্যবধান আরও বেশি হতে পারতো দু’দলের।

অস্ট্রেলিয়ান ফুটবলারদের উচ্চতাও বাংলাদেশের ডিফেন্ডারদের ভুগিয়েছে। চার গোলের দু’টিই হয়েছে হেডে। বাংলাদেশের ডিফেন্ডাররা বল ক্লিয়ার করার আগেই অস্ট্রেলিয়ান ফরোয়ার্ড বল জালে পাঠিয়েছেন। ৩৭ ও ৪০ মিনিটে জোড়া গোল করেছেন ডিউক। ৪ মিনিটে গোলের সূচনা করেছিলেন সউতার। মাঝে ২০ মিনিটে আরেক গোল করেন বরেলো।

এর আগে ২০১৫ সালে পার্থে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে বাংলাদেশ ০-৫ গোলে হেরেছিল। আট বছর পুনরায় বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে বাংলাদেশ কত ব্যবধানে হারে সেটাই দেখার বিষয়।

 



© দিন পরিবর্তন