logo

প্রধানমন্ত্রী কোনো নিষেধাজ্ঞা বা ভিসা নীতির পরোয়া করেন না:ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক

Published:13 Jan 2024, 02:33 PM

প্রধানমন্ত্রী কোনো নিষেধাজ্ঞা বা ভিসা নীতির পরোয়া করেন না:ওবায়দুল কাদের


এ সরকার যাতে থাকতে না পারে সেজন্য তারা বিদেশি বন্ধুদের দিকে তাকিয়ে আছে। তবে আমাদের প্রধানমন্ত্রী কোনো নিষেধাজ্ঞা বা ভিসা নীতির পরোয়া করেন না; এমন মন্তব্য করেছেন নবনিযুক্ত সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

শনিবার (১৩ জানুয়ারি) গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের সাথে মতবিনিময়ের সময় এসব কথা বলেন তিনি।

এ সময় তিনি আরও বলেন, বিরোধীরা আশা করছে কম্বোডিয়ার মতো নিষেধাজ্ঞা আসবে। তবে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব নিষেধাজ্ঞা বা ভিসা নীতির পরোয়া করেন না।

উল্লেখ্য, টানা চতুর্থবারের মতো সরকার গঠনের পর দুই দিনের সফরে গোপালগঞ্জ গিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নতুন মন্ত্রিসভার সদস্যদের নিয়ে এদিন সকাল সাড়ে ১১টার কিছু আগে টুঙ্গিপাড়ায় পৌঁছান তিনি।

দুপুরের নামাজ ও মধ্যাহ্ন বিরতির পর নিজ নির্বাচনী এলাকা টুঙ্গিপাড়া আওয়ামী লীগ নেতৃবৃন্দের সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে দলের সভাপতি শেখ হাসিনার।



© দিন পরিবর্তন