logo

প্রধানমন্ত্রীর অনুমোদনের পর লকডাউনের প্রজ্ঞাপন আজ

দিন পরিবর্তন ডেস্ক

Published:04 Apr 2021, 06:36 AM

প্রধানমন্ত্রীর অনুমোদনের পর লকডাউনের প্রজ্ঞাপন আজ


প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমোদনের পর লকডাউনের প্রজ্ঞাপন আজ রবিবার জারি করা হবে। আর তা আগামীকাল সোমবার থেকে কার্যকর করবে সরকার।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন শনিবার দুপুরে জানান, দ্রুত বেড়ে যাওয়া করোনা সংক্রমণ রোধ করতে সরকার ২/৩ দিনের মধ্যে এক সপ্তাহের জন্য লকডাউনের চিন্তা করছে।

তিনি জানান, এবারের লকডাউনে সাধারণ মানুষের চলাফেরা একেবারে সীমিত করতে যাচ্ছে সরকার। অর্থাৎ লকডাউন হবে কড়াকড়ি।

গতকাল সন্ধ্যার মধ্যে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করার কথা থাকলেও তা আজ রবিবার জারি করা হবে বলে জনপ্রশাসন মন্ত্রণালয় এবং মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জানা গেছে।

কর্মকর্তারা বলছেন, লকডাউনের সারসংক্ষেপ অনুমোদনের জন্য প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হয়েছে। রবিবারই তা জারি হবে।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন গণমাধ্যমকে বলেন, আমরা মানুষের চলাফেরা একেবারে সীমিত করে দিতে চাচ্ছি। যাতে মানুষ ঘর থেকে বের না হয়।

আগামীকাল সোমবার (০৫ এপ্রিল) থেকে এই লকডাউন শুরু হচ্ছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।




© দিন পরিবর্তন