logo

প্রধানমন্ত্রী প্রার্থী হিসেবে মনোনয়ন পেলেন ওমর আইয়ুব

আন্তর্জতিক ডেস্ক

Published:15 Feb 2024, 04:20 PM

প্রধানমন্ত্রী প্রার্থী হিসেবে মনোনয়ন পেলেন ওমর আইয়ুব


পাকিস্তানের প্রধানমন্ত্রী পদের জন্য নিজেদের প্রার্থীর নাম ঘোষণা করলো কারাবন্দি ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। প্রধানমন্ত্রী পদে প্রার্থী হবেন দলের মহাসচিব ওমর আইয়ুব। আদিয়ালা কারাগারে ইমরান খানের সঙ্গে কথা বলার পর গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন পিটিআই নেতা আসাদ কায়সার। পাকিস্তানি সংবাদমাধ্যম ডন।

সাংবাদিকদের তিনি আর বলেছেন, ৮ ফেব্রুয়ারির নির্বাচনে কথিত কারচুপির বিরুদ্ধে দেশব্যাপী প্রতিবাদ করার জন্য আজকে একটি তারিখ ঘোষণা করবেন ইমরান খান।

এসময় কায়সার বলেন, নির্বাচনের ফলাফলের বিরুদ্ধে প্রতিবাদকারী সব রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ করার জন্য তাকে একটি ‘অ্যাসাইনমেন্ট’ দেওয়া হয়েছিল।

৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত দেশটির সাধারণ নির্বাচনে ‘বিশ্বাসযোগ্যতার’ অভাব ছিল উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা সবাই মিলে একটি কৌশল অবলম্বন করতে চাচ্ছি। কেননা আমাদের ম্যান্ডেট চুরি করা হয়েছিল। আমাদের ইতিহাসের সবচেয়ে খারাপ এবং সবচেয়ে কারচুপির নির্বাচন ছিল এটি।’



© দিন পরিবর্তন