নিজস্ব প্রতিবেদক
Published:02 Jan 2024, 07:55 PM
প্রাথমিকে তিন আর মাধ্যমিকে চার শ্রেণিতে নতুন কারিকুলামে ক্লাস শুরু
মো. শহিদুল ইসলাম:
প্রাথমিক বিদ্যালয় প্রথম ও দিত্বীয় শ্রেণিতে নতুন কারিকুলাম শুরু হয়েছিল গত বছর। এবার শুধু তৃতীয় শ্রেণিতে কারিকুলাম যোগ করে ১ জানুয়ারি নতুন বই দেয়া হয়েছে। আর মাধ্যমিকে গত বছরই ষষ্ঠ, সপ্তম শ্রেণিতে কারিকুলাম ছিল। এ বছর অষ্টম ও নবম শ্রেণিতে নতুন কারিকুলাম করা হয়েছে। নতুন কারিকুলাম নিয়ে ভিন্ন মত থাকলেও শেষ পর্যন্ত এ নিয়ে ক্লাস শুরু হয়েছে বছরের প্রথমেই।
প্রাথমিকে উৎসবমুখর পরিবেশে বই দেয়ার পরদিনই ক্লাস শুরু হলেও মাধ্যমিকে তেমনটা ছিল না। কারণ মাধ্যমিকের অনেক স্কুলে এখনোও কোনো বই দেয়া হয়নি। এনসিটিবি সূত্রে জানা গেছে, মাধ্যমিকের সব বই দিতে পুরো জানুয়ারি মাস লাগবে। কারণ ২০২৪ শিক্ষাবর্ষে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের ৩ কোটি ৮১ লাখ ২৭ হাজার ৬৩০ জন শিক্ষার্থীর মধ্যে বিনামূল্যে বিতরণের জন্য প্রায় ৩১ কোটি বই ছাপার কাজ করছে এনসিটিবি। এর মধ্যে মাধ্যমিক স্তরের মোট বই ১৮ কোটি ৬১ লাখ ১ হাজার ২০৬টি। এর মধ্যে অষ্টম শ্রেণির জন্য ৫ কোটি ৩৪ লাখ ৮৪ হাজার ২৭১ কপি এবং নবম শ্রেণির জন্য ৫ কোটি ৬ লাখ ৮৪ হাজার ৫৭৩ কপি বই ছাপা হচ্ছে।
এর মধ্যে মাধ্যমিকের ৬ষ্ঠ ও সপ্তম শ্রেণির ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইও এখনো সরবরাহ হয়নি। অষ্টম এবং নবম শ্রেণির ইতিহাস ও সামাজিক বিজ্ঞান এবং বিজ্ঞানসহ মোট ছয়টি বইয়ের মোট ৩ কোটির বেশি বই ছাপানোর অনুমোদনই হয়নি। এছাড়া অষ্টম ও নবম শ্রেণির অন্যান্য বইয়ের ৩৫ শতাংশ ছাপানো হয়েছে। বাকি বই ছাপানো ও সরবরাহ করতে জানুয়ারি মাস লেগে যাবে। অষ্টম ও নবম মিলে ৭ কোটির বেশি বই এখনো ছাপা বাকি রয়েছে। এ জন্য মাধ্যমিক স্তারে এ বছর বই উৎসব তেমন একটা চোখে পড়েনি।
গতকাল সরেজমিনে, সরকারি জামিল আইনুল স্কুল এন্ড কলেজে গিয়ে দেখা যায়, শিক্ষকরা খোশ গল্প করছে। নাম না প্রকাশ করার শর্তে এক শিক্ষক জানান আমাদের এখানে মাধ্যমিকের সব বই এখনো এসে পৌঁছেনি। এজন্য শিক্ষার্থীদের হাতে ১ জানুয়ারি বই দেয়া হচ্ছে না। তবে আমাদের কাছে নতুন বই আসলেই তা শিক্ষার্থীদের ডেকে দেয়া হবে।
অন্যদিকে মাধ্যমিকে নতুন কারিকুলাম আসায় নবম শ্রেণিতে আর থাকছে না বিভাগ বিভাজন। এখন থেকে অভিন্ন বিষয় থাকছে নবম শ্রেণিতেও। আগে যা ছিল অষ্টম শ্রেণি পর্যন্ত। যারা এ বছর নবম শ্রেণিতে বিভাগ বিভাজন পাচ্ছে না তারা ২০২৬ সালে প্রথমবারের মতো একাদশ শ্রেণিতে বিভাগ পাবে। বিজ্ঞান, বাণিজ্য, মানবিক বিষয় পড়তে পারবে একাদশ ও দ্বাদশ শ্রেণিতে। বিভাগ বিভাজন তুলে দেওয়া নিয়ে নানা মত থাকলেও সরকার সেই সব মত বিবেচনায় নেয়নি। ২০০৫ সালেও এভাবে বিভাগ বিভাজন তুলে দেওয়ার উদ্যোগ নিয়েছিল সরকার। কিন্তু হাতে গোনা দু-একজন শিক্ষাবিদের আপত্তির কারণে সরকার ঐ উদ্যোগ থেকে সরে এসেছিল।
© দিন পরিবর্তন