নিজস্ব প্রতিবেদক
Published:11 Feb 2024, 08:02 PM
ফিল্ড আইটি টেকনিশিয়ানদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন ডিজিটাল সংযোগ স্থাপন (ইডিসি) প্রকল্পের আওতায় রাজশাহী ও রংপুর বিভাগে নিয়োগপ্রাপ্ত ফিল্ড আইটি টেকনিশিয়ানদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাজশাহী হাই-টেক পার্কের জয় সিলিকন টাওয়ার মিলনায়তনে এই অনুষ্ঠান হয়।
রাজশাহী জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো: আনিসুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইডিসি প্রকল্পের প্রকল্প পরিচালক তানজিনা ইসলাম।
নিয়োগপ্রাপ্ত ফিল্ড আইটি টেকনিশিয়ানদের অভিনন্দন জানিয়ে প্রকল্প পরিচালক তানজিনা ইসলাম মাঠ পর্যায়ে প্রকল্পের কাজ সুষ্ঠুভাবে সম্পাদনে আপনাদের দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। উপ-প্রকল্প পরিচালক মো: ফিরোজ সরকার বলেন, স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয় সরকার কাজ শুরু করেছে। ইডিসি প্রকল্প এক্ষেত্রে গুরুত্বপূর্ব ভূমিকা রাখবে। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইডিসি প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক মো: ফিরোজ সরকার।
ইডিসি প্রকল্পের কমিউনিকেশন এক্সপার্ট মো: সোহেল মামুনের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন গাল্ফ সিকিউরিটি সার্ভিস (প্রা:) লিমিটেডের পরিচালক মেহেদী হাছান। আলোচনায় অংশ নেন ইডিসি প্রকল্পের প্রকিউরমেন্ট এক্সপার্ট মো: আবু মাসুম, ফাইনান্স এক্সপার্ট মো: কেফায়েত উল্লাহ ও সহকারি প্রোগ্রামার মো: সাজেদুল হাসান।
© দিন পরিবর্তন