logo

বগালেক সড়কে পর্যটকবাহী গাড়ী দূর্ঘটনায় নিহত ২: আহত অনেকে

নিজস্ব প্রতিনিধি

Published:20 Jan 2024, 02:31 PM

বগালেক সড়কে পর্যটকবাহী গাড়ী দূর্ঘটনায় নিহত ২: আহত অনেকে


বান্দরবান
বান্দরবানের রুমা উপজেলায় পর্যটকবাহী চাঁদের গাড়ী দূর্ঘটনায় দুই নারী পর্যটকের মৃত্যু হয়েছে। একই ঘটনায় আহত হয়েছে আরো অন্তত ১০জন। শনিবার (২০ জানুয়ারী) সকাল ১০টার দিকে কেওক্রাডং থেকে বগালেক আসার পথে দার্জিলিং পাড়া এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহতের নাম ডা: ফিরোজা খাতুন (৫০) এবং জয়নব বেগম।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ৫০ জনের একটি টিম শুক্রবার রুমার কেওক্রাডং ভ্রমনে যায়। সেখানে রাত্রী যাপন শেষে আজ সকালে বগালেক ফেরার পথে দার্জিলিং পাড়া এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে চাঁদের গাড়ীটি খাদে পড়ে যায়। এসময় ঘটনাস্থলেই মারা যায় ২ পর্যটক। আহত হয় আরো বেশকয়েকজন। ঘটনার খবর পেয়ে সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে রুমা সদর হাসপাতালে নিয়ে আসেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রুমা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহজাহান বলেন- পর্যটকবাহী একটি চাঁদের গাড়ী কেওক্রাডং থেকে বগালেক আসার পথে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গিয়ে ২ পর্যটক নিহত হয়েছে। আহত হয়েছে আরো বেশ কয়েকজন। নিহত ও আহতদের উদ্ধার করে রুমা সদরে আনা হচ্ছে।

ঘটনা ১১ টার দিকে। ঢাকা থেকে ৫০ জন পর্যটকের একটি দল ৪টি পিকআপ যোগে গতকাল শুক্রবার কেওক্রাডং যায়। তারা কেওক্রাডং-এ রাত যাপন করে ওই পিকআপ যোগে তারা রুমার উদ্দেশ্যে আসছিল। পিকাপগুলো দার্জেলিং পাড়া এলাকায় ঢালু রাস্তা নামতে গিয়ে একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে দুই নারী পর্যটক নিহত হয়। এসময় আরো সাতজন নারী পর্যটক আহত হয়। আহত সাতজনের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। ওই গাড়িতে ১২ জন পর্যটক এবং সবাই নারী ছিল ।



© দিন পরিবর্তন