logo

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের গভীর শ্রদ্ধা নিবেদন

নিজস্ব প্রতিনিধি

Published:07 Mar 2024, 03:00 PM

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের গভীর শ্রদ্ধা নিবেদন


সুনামগঞ্জ :
ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগ। বৃহ¯পতিবার (৭মার্চ) সকাল ১০টায় সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ স¤পাদক নোমান বখত পলিন এর নেতৃত্বে পৌর শহরের ঐতিহ্য জাদুঘর প্রাঙ্গণে নির্মিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পু®পস্তবক অর্পণ করেন জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দরা।

এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পৌর মেয়র নাদের বখত, সহ-সভাপতি অ্যাডভোকেট চান মিয়া, যুগ্ম সাধারণ স¤পাদক অ্যাডভোকেট নজরুল ইসলাম সেফু, সাংগঠনিক স¤পাদক শংকর চন্দ্র দাস, জিতেন্দ্র তালুকদার পিন্টু, আসাদুজ্জামান সেন্টু, দপ্তর স¤পাদক অ্যাডভোকেট বিমান কান্তি রায়, মুক্তিযুদ্ধ বিষয়ক স¤পাদক বীর মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, তথ্য ও গবেষণা বিষয়ক স¤পাদক সবুজ কান্তি দাস, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক স¤পাদক অ্যাডভোকেট মাহবুবুল হাছান শাহীন, উপ-প্রচার ও প্রকাশনা স¤পাদক শুভ বণিক, জেলা ছাত্রলীগের সাংগঠনিক স¤পাদক আসিফ বখত রাদ, উপধর্ম বিষয়ক স¤পাদক দীপ্ত দাস তন্ময় প্রমুখ। উল্লেখ্য, এদিন তৎকালীন রেসকোর্স ময়দানে (বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান) দশ লক্ষাধিক স্বাধীনতাকামী মানুষের সমাবেশে বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণায় বলেন, এবারের সংগ্রাম, আমাদের মুক্তির সংগ্রাম।

এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জাতির পিতার ঐতিহাসিক ৭ মার্চের ভাষণটি ২০১৭ সালের ৩০ অক্টোবর ইউনেস্কো বিশ্বের গুরুত্বপূর্ণ প্রামাণ্য ঐতিহ্যের তালিকা মেমোরি অফ দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টারে অন্তর্ভুক্ত করা হয়েছে। #

 



© দিন পরিবর্তন