নিজস্ব প্রতিনিধি
Published:12 Feb 2024, 04:50 PM
বাঁশখালীতে অনুমোদনহীন চার হাসপাতাল ল্যাব সিলগালা, জরিমানা
বাঁশখালী (চট্টগ্রাম) :
চট্টগ্রামের বাঁশখালীতে লাইসেন্স না থাকা, অপরিষ্কারসহ নানা অনিয়মের অভিযোগে দুটি হাসপাতাল ও দুটি ল্যাবকে সিলগালা করে দিয়েছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১২ ফেব্রুয়ারী) দুপুরে বাঁশখালী উপজেলা সদরে এই অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবদুল খালেক পাটোয়ারী। এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শফিউর রহমান মজুমদার উপস্থিত ছিলেন।
অভিযানে লাইসেন্স না থাকার অভিযোগে প্রাইম হেলথ সেন্টার, ইউনিক ডায়াগনস্টিক সেন্টার, বাঁশখালী মাতৃসদন ও জেনারেল হাসপাতাল এবং জলদী পেশেন্ট কেয়ার হাসপাতাল সিলগালা করে দেয়া হয়। এসময় অপরিষ্কারসহ একাধিক অভিযোগে বাঁশখালী মাতৃসদন ও জেনারেল হাসপাতালকে দুই লাখ ও পেশেন্ট কেয়ার হাসপাতালকে ত্রিশ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবদুল খালেক পাটোয়ারী জানান, লাইসেন্স না থাকা ও অপরিষ্কারসহ বিভিন্ন অভিযোগে চারটি হাসপাতাল ও ল্যাব সিলগালা করে দেয়া হয়েছে এবং দুটি হাসপাতালকে জরিমানা করা হয়েছে। জনস্বার্থে পরিচালিত প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে।
© দিন পরিবর্তন