নিজস্ব প্রতিনিধি
Published:02 Apr 2024, 02:09 PM
বাঁশখালী উপজেলা পরিচালনার গুরুদায়িত্বে দুই নারী
তাফহীমুল ইসলাম, বাঁশখালী (চট্রগ্রাম) :
প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এক জনপদ বাঁশখালী। পূর্বে পাহাড় আর পশ্চিমে সমুদ্র ঘেরা দৃষ্টিনন্দন এই উপজেলার উন্নয়ন ও মানুষের সেবা করার গুরুদায়িত্বে আছেন দুই নারী। উপজেলা চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ গালিব সাদলী গত ১৯ নভেম্বর পদত্যাগ করলে রেহেনা আক্তার কাজমী ৪ ডিসেম্বর ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন। তিনি গত উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হন। একই সাথে উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্বেও আছেন তিনি। অন্যদিকে গত বছরের ১৩ আগষ্ট বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করেন জেসমিন আক্তার। বিসিএস ৩৪ তম ব্যাচের এই কর্মকর্তা এর আগে খাগড়াছড়ি সদর উপজেলার ইউএনও ছিলেন। যোগদানের পর থেকেই উপজেলার উন্নয়ন, সমস্যা, সমাধানের পাশাপাশি সম্ভাবনা নিয়েও বেশ সক্রিয়ভাবে কাজ করছেন তিনি। মহিলা ভাইস চেয়ারম্যান রেহেনা আক্তার কাজমীকে তিনি দায়িত্ব পালনের ক্ষেত্রে পাশে পেয়েছেন। তিনি উপজেলা চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণের পর উপজেলার উন্নয়নে দুইজনের মধ্যে তৈরি হয়েছে নতুন মেলবন্ধন। সাধারণ মানুষ এখন তাদের কাছে গিয়ে সমস্যা, অসুবিধার কথা বলতে পারছেন নিঃসংকোচে। ইউএনও ও উপজেলা চেয়ারম্যানও মানুষের সমস্যার কথা শুনে সমাধানেও আন্তরিকভাবে চেষ্টা করছেন। যার কারণে সাধারণ মানুষের প্রশংসাও অর্জন করেছেন সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধির চেয়ারে দায়িত্ব পালন করা এই দুই নারী।
বাঁশখালীর পুকুরিয়া ইউপির বাসিন্দা আনোয়ারা বেগম বলেন, পারিবারিক একটা ঝামেলা নিয়ে ইউএনওর কাছে এসেছি। তিনি আমার সমস্যার কথা শুনে ব্যবস্থা নেয়ার জন্য বলে দিয়েছেন। তাকে কথাগুলো বলতে পেরে কষ্টের বোঝা অনেকটা হালকা হয়ে গেছে।
বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন আক্তার বলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান থাকা অবস্থায়ও তিনি সক্রিয় ছিলেন। যোগদানের পর থেকেই উনার মধ্যে কাজ করার আগ্রহ দেখেছি। আমাদের দুইজনের মধ্যে যোগাযোগও ভালো। আমরা সমন্বয় করে কাজ করছি। বাঁশখালীতে যতদিন আছি, পেশাগত দায়িত্ব পালনের মাধ্যমে মানুষকে সেবা দেয়ার চেষ্টা করবো।
বাঁশখালী উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) রেহেনা আক্তার কাজমী বলেন, তৃণমূলের রাজনীতি করে এতটুকু এসেছি। উপজেলা চেয়ারম্যান হিসেবে অল্প সময়ের জন্য দায়িত্ব পেলেও ভালো কিছু করে যেতে চাই। উপজেলা নির্বাহী কর্মকর্তা আমাকে দায়িত্ব পালনের ক্ষেত্রে সহযোগিতা করছেন। তিনি খুব আন্তরিক একজন অফিসার। আমরা সমন্বিতভাবে দৃশ্যমান কিছু কাজ করতে চাই।
© দিন পরিবর্তন