logo

বাংলাদেশের সঙ্গে সরাসরি ফ্লাইট চালুর আগ্রহ অস্ট্রেলিয়ার

নিজস্ব প্রতিনিধি

Published:06 Feb 2024, 07:34 PM

বাংলাদেশের সঙ্গে সরাসরি ফ্লাইট চালুর আগ্রহ অস্ট্রেলিয়ার


বাংলাদেশের সঙ্গে সরাসরি আকাশ যোগাযোগ স্থাপনে আগ্রহী অস্ট্রেলিয়া। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মুহাম্মদ ফারুক খানের কাছে এ আগ্রহ প্রকাশ করেছেন বাংলাদেশে নিযুক্ত দেশটির হাইকমিশনার নার্দিয়া সিম্পসন।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সচিবালয়ে নার্দিয়া সিম্পসন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে এ আগ্রহ প্রকাশ করেন।


অস্ট্রেলিয়ার হাইকমিশনার জানান, বর্তমানে অস্ট্রেলিয়ায় ৮০ হাজার বাংলাদেশি প্রবাসী বসবাস করেন। দুই দেশের মধ্যে যোগাযোগ বাড়ানোর লক্ষ্যে সরাসরি আকাশ যোগাযোগ স্থাপনের বিষয়ে আগ্রহ রয়েছে তার দেশের।


জবাবে মন্ত্রী মুহাম্মদ ফারুক খান বলেন, ‘বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার বর্তমান সম্পর্ক অত্যন্ত চমৎকার। পর্যটন ও এভিয়েশন শিল্পের উন্নয়নে আমাদের বিভিন্ন ক্ষেত্রে একত্রে কাজ করার সুযোগ রয়েছে। অস্ট্রেলিয়ার বিনিয়োগকারীরা আমাদের দেশে পর্যটনের বিভিন্ন খাতে বিনিয়োগ করতে পারেন। সে ক্ষেত্রে আমরা তাদের সব ধরনের সহযোগিতা প্রদান করবো। বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে সরাসরি আকাশ যোগাযোগ স্থাপনের বিষয়টিও ভেবে দেখা হবে।’



© দিন পরিবর্তন