নিজস্ব প্রতিনিধি
Published:07 Mar 2024, 04:44 PM
বাউফলে এসডিএফ এর আয়োজনে যুব উৎসব অনুষ্ঠিত
বাউফল(পটুয়াখালী):
পটুয়াখালীর বাউফলে মৎস্য অধিদপ্তরাধীন সাসটেইনেবল কোস্টাল এন্ড মেরিন ফিশারিজ প্রজেক্ট (এসসিএমপি) কম্পোনেট-৩ কমিউনিটি এম্পাওয়ারমেন্ট এন্ড লাভলীহুড ট্রান্সফরমেশনের দিনব্যপী যুব উৎসব অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৭মার্চ) সকাল ১১ টায় উপজেলা পরিষদ হল রুমে সিনিয়র উপজেলা মৎস্য দপ্তরের সহযোগিতায় সোশাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) আয়োজনে বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বশির গাজীর সভাপতিত্বে ও এসডিএফ এর ডাটা এন্ট্রি অপারেটর ইনজাম আহম্মেদ এর উপস্থাপনায় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম নিশু, এসসিএমএফপি বরিশাল অঞ্চলের কো ম্যানেজমেন্ট বিশেষজ্ঞ, আবুল কালাম আজাদ, আঞ্চলিক কর্মকর্তা আবদুর রাজ্জাক, মেরিন ফিশারিজ কর্মকর্তা মোঃ তরিকুল ইসলাম এসডিএফ এর উপজেলা ক্লাস্টার অফিসার মোঃ রুস্তুম আলী, উপজেলা মৎস্য দপ্তরের ক্ষেত্র সহকারী মোঃ আনিসুর রহমান সহ গ্রাম সমিতির সভাপতি / সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন । যুব উৎসবে শতাধিক যুবক অংশগ্রহন করে। এর আগে যুবর্্যালী অনুষ্ঠিত হয়।
দিনব্যাপী উপজেলা মাঠে ছেলেদের ১০০ ও ২০০ মিটার দৌড়, মেয়েদের মিউজিক্যাল চেয়ার বদল, পুরুষ অভিভাবকদের ঝুড়িতে বল নিক্ষেপ, হাড়ি ভাঙ্গা, অতিথিদের জন্য ঝুড়িতে বল নিক্ষেপসহ সাংস্কৃতি অনুষ্ঠানের আয়োজন করা হয়।
© দিন পরিবর্তন