নিজস্ব প্রতিনিধি
Published:04 Jul 2023, 01:01 PM
বাগেরহাটে ঘেরের বাসা থেকে দুটি আগ্নেয়াস্ত্রসহ সন্ত্রাসী আটক
বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটে পুলিশের বিশেষ অভিযানে মাছের ঘেরের বাসা থেকে দুটি সর্টগান সদৃশ দেশীয় বন্দুকসহ হানিফ হাওলাদার (৪৪) নামের এক সন্ত্রাসীকে আটক করা হয়েছে। সোমবার (৩ জুলাই) রাত ১১টার দিকে বাগেরহাট সদর উপজেলার ডেমা ইউনিয়নের মোস্তফাপুর এলাকা ওয়াপদা বেরিবাধের পার্শ্ববর্তি একটি মাছের ঘেরের বাসা এই অস্ত্র ও এক রাউন্ড গুলি উদ্ধার এবং তাকে আটক করা হয়। বাগেরহাটের পুলিশ সুপার কেএম আরিফুল হক এই অভিযানে নেতৃত্ব দেন।
আটক হানিফ হাওলাদার বাগেরহাট সদর উপজেলার কাড়াপাড়া গ্রামের সোহরাব হাওলাদারের ছেলে। তিনি ঘের ব্যবসার সাথে মাঝে মাঝে ভাড়ায় মোটরসাইকেল চালাতেন।
আটক হানিফ হাওলাদার দাবী করেন, আইন-শৃঙ্খলা বাহিনীর সাথে ক্রসফায়ারে নিহত কাড়াপাড়া এলাকার সন্ত্রাসী আপন তার আত্মিয়। এই অস্ত্র দুটি আপনের। আপন ক্রসফায়ারে নিহত হওয়ার আগে এটি তার কাছে রেখে যায।কিছুদিন আগে অস্ত্র দুটি সে বিক্রি করার জন্য এই মাছের ঘেরের বাসায় এসে রাখেন বলে স্বীকার করেন।
বাগেরহাটের পুলিশ সুপার কেএম আরিফুল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মোস্তফাপুর এলাকা থেকে দুটি আগ্নেয়াস্ত্র ও গুলিসহ এক সন্ত্রাসীকে আটক করা হয়েছে। বিক্রয়ের উদ্দেশ্যে তিনি অস্ত্র দুটি সংরক্ষণ করছিলেন। দু’একজন ক্রেতাকে ইতোমধ্যে দেখিয়েছেন এই অস্ত্র। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মামলা দায়ের পূর্বক হানিফ হালদারকে আদালতে সোপর্দ করা হবে।
© দিন পরিবর্তন