logo

বাবার চিকিৎসার জন্য ভ্যান চালায় বাকপ্রতিবন্ধী শিশু আজিজুল

নিজস্ব প্রতিবেদক

Published:20 Aug 2022, 07:29 PM

বাবার চিকিৎসার জন্য ভ্যান চালায় বাকপ্রতিবন্ধী শিশু আজিজুল


১২ বছরের শিশু আজিজুল ইসলাম আফাত।  এ বয়সে লেখাপড়া ও বন্ধুদের সঙ্গে স্কুল ও খেলার মাঠ দাপিয়ে বেড়ানোর কথা।   বাবার আদর, ভালোবাসা, মায়ের স্নেহ মমতার আচঁলে হাসিখুশি যার থাকার কথা।  ভাগ্যের কি নির্মম পরিহাস পাঁচ সদস্যের পরিবারের মুখে দু মুঠো ভাত ও ক্যান্সারের আক্রান্ত অসহায় বাবার চিকিৎসার একমাত্র ভরসা, শারীরিক বাকপ্রতিবন্ধি শিশু আজিজুল ইসলাম আফাত।  ভ্যানের চাকা না ঘুরলে পেটে ভাত ও ক্যান্সারে আক্রান্ত বাবার চিকিৎসা হয় না ভ্যানচালক বাকপ্রতিবন্ধি আফাত এর পরিবারের।  

বরিশাল জেলার গৌরনদী উপজেলা চাঁদশী গ্রামে বাড়িতে কখনও খেয়ে,কখনও না খেয়ে বর্তমানে জীবনযাপনে দিন কাটছে অসহায় আসমার।   কথা হয় ক্যান্সারে আক্রান্ত হালিম সরদার (৫০) এর স্ত্রীর আসমা‘র সঙ্গে।  তিনি বলেন, আমার স্বামী হালিম সরদার অটোভ্যান চালাতো। দুই বছর আগে স্বামী হালিম অসুস্থ হয়ে পরে।  হালিমের শারীরিক,পরীক্ষা-নিরীক্ষা শেষে জানা যায়  সে মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত।  মানুষের সাহায্য সহযোগিতা নিয়ে কোনভাবে প্রাথমিক চিকিৎসা দিয়ে ডাক্তারের পরামর্শ অনুযায়ী অসুস্থ স্বামীকে নিয়ে বাবার বাড়ি ফিরে আসি। সন্তানের মুখে একটা রুটি আর স্বামীর ওষুধের অর্থ সংগ্রহে বাকপ্রতিবন্ধি ১২ বছরের সন্তান আফাতকে ভ্যান চালাতে হচ্ছে।   সে সকাল বেলায় না খেয়ে তিন চাকার একটি ভাড়ার ভ্যান নিয়ে যাত্রীর খোঁজে বেড়িয়ে পড়ে।   আফাত ঠিকভাবে কথা বলতে না পাড়ায় অনেক সময় যাত্রী ওর ভ্যানের যাত্রী হতে চায় না।  এভাবে সারাদিন ভ্যান চালিয়ে তিন থেকে চারশ টাকা উপার্জন করে প্রতিবন্ধি আফাত।  সেই টাকা দিয়েই চলে চিকিৎসা ও পাঁচ সদস্যের সংসার।  

আসমা আরো বলেন, জীবনের সহায় সম্বল বিক্রি করে স্বামী চিকিৎসা করিয়েছি।  সবকিছু হারিয়ে এখন আমি নিঃস্ব।   তার চিকিৎসায় প্রতি মাসে অনেক টাকা ব্যয় করতে হয় এই ব্যয় বহন করা আমার পক্ষে সম্ভব না।  

আসমা সরদার ডাচ-বাংলা ব্যাংকের সঞ্চয়ী হিসাব নং- ৭০১৭৫১৭৯২৫০৬২/ গৌরনদী বরিশাল।বিকাশ নং: ০১৭৩৬৫২৯৩৮৯।  



© দিন পরিবর্তন