logo

বাসভাড়া কিলোমিটারে বাড়তে পারে ২৯ পয়সা

নিজস্ব প্রতিবেদক

Published:06 Aug 2022, 04:05 PM

বাসভাড়া কিলোমিটারে বাড়তে পারে ২৯ পয়সা


হঠাৎ করে সব ধরনের জ্বালানি তেলের দাম। ঢাকাসহ বিভিন্ন জেলায় পরিবহন সংকট দেখা দিয়েছে। বিশেষ করে রাজধানীতে চরম বিপাকে পড়েছেন যাত্রীরা। কিছু পরিবহন পাওয়া গেলেও দ্বিগুণ ভাড়া নেওয়ার অভিযোগ রয়েছে। এ অবস্থায় বাসভাড়া কত বাড়তে পারে, সে ব্যাপারে ধারণা দিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।

শনিবার দুপুরে টিএসসিতে এক আলোচনা সভায় তিনি বলেন, প্রতি কিলোমিটারে যাত্রী পরিবহনে খরচ বাড়বে ২৯ পয়সা। পরিবহনসহ সব খাতের মানুষের সাথে বসে সরকার এই সমস্যার সমাধান করবে।

তথ্যমন্ত্রী বলেন, জ্বালানি তেলের দাম বৃদ্ধির মাধ্যমে আশপাশের দেশের সাথে মূল্য সমন্বয় করা হয়েছে। তবু অনেক দেশের তুলনায় এখনো দর কম আছে।

এদিকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ও বাস ও লঞ্চে ভাড়া কত বাড়তে পারে, তার একটি ধারণা দিয়েছেন। মন্ত্রণালয় জানিয়েছে, প্রতি কিলোমিটারে দূরপাল্লার বাসে বাসভাড়া সর্বোচ্চ ২৯ পয়সা আর লঞ্চে ৪২ পয়সা বাড়তে পারে। এ ছাড়া সিটি এলাকায় প্রতি কিলোমিটারে ২৮ পয়সা বাড়তে পারে।



© দিন পরিবর্তন