নিজস্ব প্রতিনিধি
Published:10 Feb 2024, 03:46 PM
বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব আখেরি মোনাজাত রবিবার
আল সাদি, গাজীপুর :
বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ সায়েম দিন পরিবর্তনকে জানান, আগামীকাল রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হতে যাচ্ছে ৫৭তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব।আখেরি মোনাজাত সকাল সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে হবে। দোয়া পরিচালনা করবেন মাওলানা সাদ কান্ধলভীর এর বড় ছেলে মাও. ইউসুফ বিন সাদ।
সমন্বয়কারী মোহাম্মদ সায়েম জানান, আজ ফজরের পরে বয়ানে ছিলেন-মাওলানা সাঈদ বিন সাদ সাহেব (ভারত),বাংলা তরজমা ছিলেন মুফতি ওসামা ইসলাম।সকাল ১০:৩০ টায় তালিমে হালকা মোয়াল্লেমেরদের সাথে কথা বলেছেন মাওলানা আব্দুল আজিম (ভারত)। যোহরের পরে বয়ানে ছিলেন মাওলানা শরিফ সাহেব(ভারত)।বাংলা তরজমা ছিলেন মাওলানা মাহমুদুল্লাহ। আসরের পরে বয়ান-মাওলানা ওসমান সাহেব (পাকিস্তান)।বাংলা তরজমা-মাওলানা আজিম উদ্দিন সাহেব, বয়ানের পরে যৌতুক বিহীন বিবাহ হবে। মাগরিবের পরে বয়ান-মুফতি ইয়াকুব সাহেব (ভারত)।বাংলা তরজমা-মাওলানা মনির বিন ইউসুফ সাহেব।
তিনি বলেন, রবিবার ফজরের পরে বয়ানে থাকবেন মুফতি মাকসুদ সাহেব(ভারত)।বাংলা তরজমা-মাওলানা আব্দুল্লাহ সাহেব। বয়ানের পরেই হেদায়েতের কথা ও দোয়া পরিচালনা করবেন মাওলানা ইউসুফ বিন সাদ সাহেব (ভারত), বাংলা তরজমা- মাওলানা মনির বিন ইউসুফ সাহেব।
এদিকে, শনিবার সকাল থেকে ইজতেমা মাঠে আসতে ময়দানের চার পাশে সড়ক গুলোতে খন্ড খন্ড ভাবে ৩/৪ জন করে মুসল্লীদের প্রবেশ করতে দেখা গেছে। মুসল্লিরা ধর্মপালনে শৃংখলা বজায় রেখে চলছেন। একে অপরের সাথে সহমর্মিতা দেখাচ্ছেনা। লাইন ধরে খাবার গ্রহন করছেন। এক সাথে খাবার খাচ্ছেন। অনেক মুসল্লিকে পাটের চটের নিচে বাঁশ হেলান দিয়ে বসে থাকতে দেখা গেছে।
মুসল্লি আব্দুল খালেক জানান, দ্বিতীয় পর্বে ইজতেমায় এসেছি। আল্লাহর নৈকট্য লাভের আশায়। দুপুরের খাবার খেয়ে এখন বিশ্রাম নিচ্ছি।
বিশ্ব ইজতেমায় ৫৬ দেশের বেদেশি মেহমান রয়েছে ৬২৪৯ জন।আরবি ৪২৫ জন, ইংরেজ ২১২৪ জন, উর্দু ১৬৩০ জন অন্যান্য ২০৭০ জন মেহমান রয়েছে।জানা যায়, আখেরি মোনাজাতের জন্য কাল টঙ্গী ও এর আশপাশের শিক্ষাপ্রতিষ্ঠান, কলকারখানাসহ অফিস ছুটি ঘোষণা করা হয়েছে।
অন্যদিকে শনিবার সকালে এক সংবাদ সম্মেলনে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. মাহবুব আলম বলেছেন, প্রথম পর্বের মতো এই পর্বেও ৬ হাজার পুলিশ সদস্য মোতায়েন রয়েছে। পাশাপাশি পুলিশ র্যাব, টুরিস্ট পুলিশ, শিল্পপুলিশ, নৌ-পুলিশসহ সব বাহিনী আগের মতোই মোতায়েন আছে।
পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, শনিবার মধ্যরাত থেকে টঙ্গী-কামারপাড়া রোড, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী থেকে গাজীপুরের ভোগরা বাইপাস পর্যন্ত এবং আবদুল্লাহপুর থেকে আশুলিয়ার বাইপাইল পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ থাকবে। এ ছাড়া ময়মনসিংহ ও গাজীপুরগামী যানবাহনগুলোকে গাবতলী দিয়ে কোনাবাড়ি হয়ে এবং ময়মনসিংহ থেকে ঢাকাগামী যানবাহনগুলোকে ভোগরা বাইপাস দিয়ে তিনশ ফিট সড়ক ব্যবহার করে চলাচল করতে বলা হয়েছে। এ সময় এসব সড়ক হয়ে কোনো পণ্যবাহী গাড়ি যান চলতে দেওয়া হবে না। তবে ইজতেমা সংশ্লিষ্ট সব ধরনের যান চলাচল স্বাভাবিক থাকবে।
© দিন পরিবর্তন