logo

ব্যাংকে লেনদেন চলবে আড়াই ঘণ্টা

দিন পরিবর্তন ডেস্ক

Published:04 Apr 2021, 05:23 PM

ব্যাংকে লেনদেন চলবে আড়াই ঘণ্টা


করোনাভাইরাসের সংক্রমণ রোধে সাত দিনের সরকারি বিধিনিষেধের মধ্যে দেশের তফসিলি ব্যাংকগুলো সীমিত আকারে চালু রাখার ঘোষণা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

লকডাউনের সাত দিন দেশের তফসিলি ব্যাংকগুলো সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত গ্রাহক লেন‌দেন কর‌তে পার‌বে। অর্থাৎ, লেনদেন হবে আড়াই ঘণ্টা, আর ব্যাংক খোলা থাকবে দুপুর ২টা পর্যন্ত।

আজ রবিবার ব্যাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব সাইট সুপারভিশন থেকে এ বিষয়ে একটি সার্কুলার জারি করে সকল ব্যাংকের প্রধান নির্বাহী বরাবর পাঠানো হয়েছে।



© দিন পরিবর্তন