দিন পরিবর্তন ডেস্ক
Published:01 Apr 2021, 11:18 AM
ব্রাজিলে একদিনে করোনায় সর্বোচ্চ মৃত্যু
লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে ভয়াবহ রুপ ধারণ করেছে মহামারি করোনাভাইরাস। প্রতিদিনের রেকর্ড মৃত্যুতে দিশেহারা দেশটি। আক্রান্তে ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশটিতে একদিনে করোনায় মারা গেছে প্রায় ৪ হাজার মানুষ, যা এখন পর্যন্ত দেশটির সর্বোচ্চ মৃত্যু। একই সাথে প্রায় লাখো মানুষের করোনা শনাক্ত হয়েছে।
ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের নিয়মিত পরিসংখ্যানে বলা হয়েছে, দেশটিতে গত ২৪ ঘণ্টায় ৮৯ হাজার ২০০ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে আক্রান্তের সংখ্যা ১ কোটি ২৭ লাখ ৫৩ হাজার ২৫৮ জনে দাঁড়িয়েছে। নতুন করে প্রাণহানির তালিকায় যুক্ত হয়েছে ৩ হাজার ৯৫০ জন। ফলে মৃতের সংখ্যা বেড়ে ৩ লাখ ২১ হাজার ৮৮৬ জনে ঠেকেছে।
এদিকে ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বৃহস্পতিবার (১ এপ্রিল) সকাল পর্যন্ত বিশ্বে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ১২ হাজার ২৩৬ জন। এ নিয়ে বিশ্বব্যাপী এখন পর্যন্ত করোনায় মারা গেছেন মোট ২৮ লাখ ২৭ হাজার ৪২৬ জন।
এ ছাড়া গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন আরও ছয় লাখ ৩৮ হাজার ২৫১ জন। এ নিয়ে করোনায় মোট আক্রান্ত হয়েছেন ১২ কোটি ৯৪ লাখ ৫৪ হাজার ৪৪০ জন। এ ছাড়া সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০ কোটি ৪৪ লাখ ৭৯৪ জন।
অপরদিকে, এখন পর্যন্ত সেখানে করোনামুক্ত হয়েছেন এক কোটি ১১ লাখ ৭০ হাজার রোগী। এর মধ্যে গত একদিনে সুস্থতা লাভ করেছেন ৯৫ হাজার ৪৫৪ জন।
গত বছরের ২৬ ফেব্রুয়ারিতে দেশটির সাও পাওলো শহরে ৬১ বছর বয়সী ইতালি ফেরত এক জনের শরীরে ভাইরাসটি প্রথম শনাক্ত হয়। এরপর থেকেই অবস্থা ক্রমেই সংকটাপন্ন হতে থাকে। যেখানে আক্রান্ত ও প্রাণহানির তালিকায় অনেক চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী রয়েছেন।
© দিন পরিবর্তন