logo

ভালুকায় শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবীতে ৪ ঘন্টা মহাসড়ক অবরোধ

নিজস্ব প্রতিনিধি

Published:10 Feb 2024, 03:49 PM

ভালুকায় শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবীতে ৪ ঘন্টা মহাসড়ক অবরোধ


ভালুকা (ময়মনসিংহ) :
ময়মনসিংহের ভালুকায় রিদিশা স্পিনিং লিঃ ও রিদিশা ব্লেন্ডেড ইয়ার্ন লিঃ এর শ্রমিকরা ছুটির টাকা ও বেতন বৃদ্ধির দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখে। এ সময় ৪ ঘন্টা যান চলাচল বন্ধ ও দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

১০ ফেব্রুয়ারি (শনিবার) সকালে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের জামিরদিয়া স্কয়ার মাস্টারবাড়ী মায়ের মসজিদ এলাকায় অবস্থিত রিদিশা স্পিনিং মিল গেইটের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রায় ৪ ঘন্টা অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করে গার্মেন্টস শ্রমিকরা। এতে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় ফলে দূরপাল্লার যাত্রীদের চরম দূর্ভোগ পোহাতে হয়।

কারখানার 'অটো-কোন' সেকশনের শ্রমিক অজুফা বলেন, সরকার ঘোষিত বেতন বৃদ্ধি ও দুই বৎসরের বকেয়া ছুটির টাকা পাওনার দাবীতে সকাল ছয়টা থেকে এখানে অবস্থান করছে। দাবী মেনে না নেওয়া পর্যন্ত অবরোধ চালিয়ে যাবে বলে জানান তিনি। পরে ভাড়াটিয়া লাঠিয়াল বাহিনীর লাঠি পিটায় ছত্রভঙ্গ হয়ে মিল গেইটে এসে অবস্থান নেয়। কর্তৃপক্ষ শ্রমিকদের দাবী মেনে নিলে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, থানা পুলিশ শ্রমিকদের সাথে আলোচনা করে পরে শ্রমিকরা অবরোধ তুলে নিয়ে কাজে যোগ দেয়। এই বিষয় মিল কর্তৃপক্ষ সাংবাদিকদের কোন বক্তব্য দিতে রাজি হয়নি।

শিল্প পুলিশ ময়মনসিংহ-৫ এর পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, সরকারের বেতন কাঠামো অনুযায়ী বেতন বৃদ্ধি করা হবে। সরকারের ঘোষণার পরও বৃদ্ধি না করা না হলে পরবর্তীতে আমরা প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নিবো বলে শ্রমিকদের আশ্বস্ত করেন।



© দিন পরিবর্তন