logo

ভোলায় পুলিশ-বিএনপি সংঘর্ষের ঘটনায় ৬৭৫ জনকে আসামি করে ২ মামলা

নিজস্ব প্রতিবেদক

Published:01 Aug 2022, 05:57 PM

ভোলায় পুলিশ-বিএনপি সংঘর্ষের ঘটনায় ৬৭৫ জনকে আসামি করে ২ মামলা


ভোলায় পুলিশ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে একজন নিহত হওয়ার ঘটনায় পুলিশের পক্ষ থেকে ৭৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতসহ ৬৭৫ জনকে আসামি করে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।  সোমবার সকালে পুলিশ বাদী হয়ে ভোলা সদর থানায় মামলা দুটি দায়ের করে।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন জানান, ভোলায় পুলিশ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে পুলিশ এসোল্ড মামলায় পুলিশের উপ-পরিদর্শক মোঃ জসিম বাদী হয়ে ৭৫ জনের নামে উল্লেখ করে ২৫০/৩০০ জন অজ্ঞাত আসামি করে একটি মামলা দায়ের করেন। এছাড়াও অজ্ঞাত ২৫০/৩০০ জনকে আসামি করে পৃথক আরো একটি হত্যা মামলা দায়ের করে পুলিশ।  এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে ১০ জনকে গ্রেফতার করেছে বলেও জানান তিনি।

অন্যদিকাল রোববার বিকালে পুলিশ সুপার কার্যালয়ে প্রেস ব্রিফিং করে পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, সমাবেশের অনুমতি না নিয়েই বিএনপি কর্মসূচি দিয়েছে।  তাদের শান্তিপূর্ণ সমাবেশে পুলিশ বাধা দেয়নি।  পূর্ব পরিকল্পিত ভাবে বিএনপি রাস্তায় নেমে পুলিশের উপর হামলা চালায়।  এক পর্যায়ে পুলিশকে লক্ষ করে গুলি বর্ষণ করে ইটপাটকেল নিক্ষেপ করেছে।  এতে ১০ পুলিশ সদস্য আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।

বিএনপি কর্মী নিহত হওয়া প্রসঙ্গে পুলিশ সুপার আরও জানান, ময়না তদন্তের রিপোর্ট পেলে প্রকৃত সত্য জানা যাবে।  তবে হাসপাতালের ডাক্তারদের বরাত দিয়ে পুলিশ সুপার জানান, মাথায় আঘাত জনিত কারণে যুবদল কর্মী আব্দুর রহিম নিহত হয়েছেন।



© দিন পরিবর্তন