logo

ভোলার লালমোহনে এক মাসে ১০০ প্রসূতির স্বাভাবিক প্রসব

প্রতিনিধি

Published:02 Feb 2024, 04:56 PM

ভোলার লালমোহনে এক মাসে ১০০ প্রসূতির স্বাভাবিক প্রসব


ভোলা :
ভোলার-লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক মাসে ১০০ প্রসূতিকে স্বাভাবিক প্রসব করা উপলক্ষ্যে ব্যতিক্রমী এক আয়োজন করা হয়েছে। ২০২৪ সালের জানুয়ারি মাসের প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত এ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০০ জন প্রসূতি মা সন্তান প্রসব করেন। সর্বশেষ শততম সন্তান প্রসবকারী প্রসূতি মা ও নবজাতককে নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে করা হয় বর্ণাঢ্য অনুষ্ঠান।

বৃহস্পতিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে এ উপলক্ষ্যে কেক কাটা হয়। ১০০তম প্রসূতি মা মোসান্মদ লিপিকাকে শাড়ি ও তার নবজাতক ছেলে সন্তানকে দেওয়া হয় বস্ত্র উপহার। এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. তৈয়বুর রহমান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মো. মহসিন খানসহ অন্যান্য চিকিৎসক, নার্স, মিডওয়াইফ ও স্টাফরা উপস্থিত ছিলেন।

প্রসূতি লিপিকা জানান, এখানের চিকিৎসক ও নার্সরা আমাকে আন্তরিকতার সঙ্গে সেবা দিয়েছেন। তাদের সহযোগিতায় আমি তৃতীয় সন্তান প্রসব করেছি। লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে আমাকে শাড়ি ও সন্তানকে নতুন বস্ত্র উপহার দেওয়া হয়েছে। এ জন্য আমি এবং আমার পরিবারের সকলে অনেক খুশি। ওই প্রসূতির স্বামী মোঃ নাজিম উদ্দিন বলেন, বুধবার রাতে আমার স্ত্রীর প্রসব বেদনা উঠে। এরপর তাকে নিয়ে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসি। রাতেই একজন ছেলে সন্তান প্রসব করেন । এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জানুয়ারি মাসে আরো ৯৯ জন প্রসূতি সন্তান প্রসব করেছে। আমার স্ত্রী ১০০তম সন্তান প্রসবকারী নারী। যার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে কেক কাটা হয়েছে। আমার স্ত্রীকে শাড়ি ও নবজাতক সন্তানকে বস্ত্র উপহার দেওয়া হয়েছে। এ জন্য আয়োজকদেরকে অভিনন্দন জানাই ও তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

এ বিষয়ে লালমোহন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. তৈয়বুর রহমান বলেন, এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইতিহাসে এক মাসে ১০০ স্বাভাবিক প্রসবের ঘটনা এই প্রথম। এটি সম্ভব হয়েছে আমাদের ডাক্তার, নার্স, মিডওয়াইফ ও স্টাফদের আন্তরিক প্রচেষ্টার জন্য। এক মাসে ১০০ প্রসবকে স্মরণীয় করে রাখতে আমরা ব্যতিক্রমী একটি আয়োজন করেছি। যেখানে ১০০তম প্রসব উপলক্ষ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সকল পর্যায়ের কর্মকর্তা ও স্টাফরা মিলে কেক কেটেছি।

এছাড়া ১০০তম সন্তান প্রসবকারী প্রসূতি মাকে শাড়ি ও তার নবজাতক শিশুকে নতুন বস্ত্র উপহার দেওয়া হয়েছে। তিনি আরো বলেন, আমরা সকল প্রসূতি মায়েদের স্বাভাবিক প্রসবে উদ্বুদ্ধ করতে চাই। এ জন্য সকলের প্রতি আহ্বান থাকবে নিরাপদ প্রসবের জন্য লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসার। আমাদের এখানের প্রত্যেক ডাক্তার, নার্স, মিডওয়াইফ ও স্টাফরা আন্তরিকতার সঙ্গে রোগীদের সেবা দেবেন।



© দিন পরিবর্তন