logo

মঠবাড়িয়া পৌর শহরে কাক ডাকা ভোরে বসে মানুষ বেচা-কেনার হাট

নিজস্ব প্রতিনিধি

Published:20 Jan 2024, 12:10 PM

মঠবাড়িয়া পৌর শহরে কাক ডাকা ভোরে বসে মানুষ বেচা-কেনার হাট


মো. রুম্মান হাওলাদার, পিরোজপুর জেলা প্রতিনিধি
পিরোজপুরের মঠবাড়িয়ায় পৌর শহরের মোক্তার পট্টি মোড়ে ভোর ৫টা থেকে সকাল ৮টা পর্যন্ত বসে মানুষ বেচা-কেনার হাট। হত দরিদ্র মানুষ সকাল হতে না হতেই বিক্রি হবার জন্য জড়ো হন। তবে বয়স্ক শ্রমিকের চেয়ে মধ্যম বয়সী শ্রমিকের চাহিদা বেশী।

বিভিন্ন শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলার বিভিন্ন এলাকার ও অন্য জেলা থেকে শ্রমিকরা ভীড় করেন এসব হাটে। বেশির ভাগই কৃষি কাজ, নির্মাণ ও গৃহস্থালির কাজ করার জন্য আসেন। কেউ কেউ আসেন দু-এক মাসের জন্য। থাকার সুবিধা কিংবা ভালো কাজ পেয়ে গেলে অনেকে থেকে যান বছরের পর বছর।

হলতা গুলিশাখালী ইউনিয়ন থেকে আসা শ্রমিক শাহাজান আলী (৫৮) বলেন, তার পরিবারের সদস্য পাঁচ জন। এলাকায় কাজ কম সংসার চলে কোন রকম। তাই এখানে কাজ খুজতে এসেছেন। প্রতিদিন কাজ পান না। সপ্তাহে দু-এক দিন ফিরতে হয় শূণ্য হাতে।

মিঠাখালী গ্রামের শ্রমিক মোস্তফার (৪৫) সঙ্গে কথা হলে তিনিও জানান, ধান রোপণ ও ধান কাটার সময় মঠবাড়িয়া উপজেলাতে প্রতিদিন ৫০-৮০ জন শ্রমিক বিক্রি হয়। অন্য সময় দিনে বিক্রি হয় ২০-৩০ শ্রমিকের শ্রম। দিনে ৪০০ থেকে ৬০০ টাকায় বিক্রি হয় নির্মাণ শ্রমিক ও কৃষি শ্রমিকের শ্রম। আর দৈনিক ৫০০ থেকে ৬০০ টাকা চুক্তিতে বিক্রি হন গৃহস্থালি শ্রমিকরা।

শ্রমিক কিনতে আসা পৌর শহরের বাসিন্দা আব্দুর রহমান (৬২) জানান, বাড়িতে নির্মাণ কাজের জন্য শ্রমিক দরকার। তাই ভোরেই চলে এলাম মানুষ কেনা-বেঁচার হাটে। স্থানীয় শ্রমিকদের থেকে অপেক্ষাকৃত কম মজুরিতে এখানে শ্রমিক পাওয়া যায়, তারা কাজেও বেশ আন্তরিক। আমার মতো অনেকেই সল্প দজুরিতে শ্রমিক কিনছেন।

 



© দিন পরিবর্তন