logo

মধ্যনগরে শতবর্ষী পুকুর এখন আবর্জনায় ঠাসা

নিজস্ব প্রতিনিধি

Published:05 Feb 2024, 12:59 PM

মধ্যনগরে শতবর্ষী পুকুর এখন আবর্জনায় ঠাসা


মোহাম্মদ ইমাম হোসেন , ধর্মপাশা ও মধ্যনগর (সুনামগঞ্জ) :
দীর্ঘ বছর ধরে সংস্কার না করায় সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার সদরে অবস্থিত শতবর্ষ ঐতিহাসিক পুকুরটি তার নিজস্ব বৈশিষ্ট হারিয়েছে। ধীরে ধীরে পুকুরের চারপাশ দখল হচ্ছে। মাঝে মধ্যে প্রশাসনের পক্ষ থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদে ব্যবস্থা গ্রহণ করা হলেও পুকুরটি সংস্কারের উদ্যোগ নেওয়া হয়নি এখনও।

এক সময় মধ্যনগর অঞ্চল গৌরীপুরের জমিদার ব্রজেন্দ্র কিশোর রায় চৌধুরীর অধীনে ছিল। ওই সময় মধ্যনগর অঞ্চলে পানীয় জলের চরম সংকট ছিল। ব্রজেন্দ্র কিশোর রায় চৌধুরী ১৮৮৫ থেকে ১৯২০ সালের মধ্যে পানীয় জলের সংকট দূরীকরণে প্রায় ২ একর জায়গা জুড়ে এ পুকুরটি খনন করেছিলেন। আর এ পুকুরের মাটিতেই আশপাশে গড়ে উঠেছিল বসতি। তৎকালীন সময়ে পুকুরটি রক্ষণাবেক্ষণের জন্য দুজন পাহাদার নিযুক্ত করেছিলেন ওই জমিদার।

স্থানীয়রা পুকুরের পানি দিয়ে তৃষ্ণা মেটানোর পাশাপাশি গোসল, ওযু, রান্নাবান্নাসহ ঘর গৃহস্থালির কাজে ব্যবহার করতেন। ঐতিহাসিক পুকুরটি রক্ষাবেক্ষণ ও সংরক্ষণের অভাবে বছর বিশেক আগে ব্যবহার অনুপযোগী হয়ে পড়ে। শুকনো মৌসুমে পার্শ্ববর্তী নদী শুকিয়ে গেলে এই পুকুরের পানিতেই কয়েকটি অগ্নিকান্ড থেকে মধ্যনগর বাজারকে রক্ষা করা হয়েছে। পুকুরের চারপাশে ময়লা আবর্জনার কারণে মশা ও পোকামকড়ের উপদ্রবের পাশাপাশি পার্শ্ববর্তী দুটি শিক্ষা প্রতিষ্ঠানের স্বাভাবিক পরিবেশ বিঘিœত হচ্ছে।

মধ্যনগর থানা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. আলাউদ্দিন বলেন, এই পুকুরটি আমাদের ইতিহাস-ঐতিহ্যের অংশ। তাই পুকুরটি পুনরায় খননের মাধ্যমে চারপাশ দৃষ্টিনন্দন করা যেতে পারে। তৈরি করা যেতে পারে শিশুদের জন্য একটি মিনি পার্ক।
মধ্যনগর বাজারের ব্যবসায়ী লিটন তালুকদার বলেন, এখানে অগ্নিকান্ড ঘটলে আগুন নিভাতে নদীর পানি ব্যবহার করতে হয়। হেমন্তে নদীর পানি শুকিয়ে গেলে মধ্যনগরে পানির সংকট দেখা দেয়। পুকুর খনন করা হলে একদিকে যেমন জরুরি মুহুর্তে আগুন নিভাতে ব্যবহার করা যাবে অন্যদিকে ঘর গৃহস্থালির কাজে পানির সংকট দূর হবে।

মধ্যনগর ইউনয়িন পরিষদ চেয়ারম্যান সঞ্জিব রঞ্জন তালুকদার টিটু বলেন, আমার ইউনিয়ন পরিষদ পরিষদের পশ্চিম পাশেই পুকুরের অবস্থান। দীর্ঘ বছরেও পুকুরটি সংস্কারের উদ্যোগ না নেওয়ার বিষয়টি দুঃখজনক। দ্রæত পুকুরটি সংস্কার করে যথাযথভাবে রক্ষণাবেক্ষণের জন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি।

ধর্মপাশা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অলিদুজ্জামান বলেন, দ্রæত পুকুরটি সংস্কার করে রক্ষণাবেক্ষণে পদক্ষেপ গ্রহণ করা হবে।

 



© দিন পরিবর্তন