logo

মন্ত্রিসভায় নতুন যুক্ত হচ্ছেন ৭ প্রতিমন্ত্রী: মন্ত্রিপরিষদ সচিব

নিজস্ব প্রতিবেদক

Published:01 Mar 2024, 04:26 PM

মন্ত্রিসভায় নতুন যুক্ত হচ্ছেন ৭ প্রতিমন্ত্রী: মন্ত্রিপরিষদ সচিব


প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান মন্ত্রিসভায় নতুন করে আরও ৭ জন প্রতিমন্ত্রী যুক্ত হতে যাচ্ছেন। শুক্রবার (১ মার্চ) মন্ত্রিপরিষদ সচিব এ তথ্য জানিয়েছেন। বঙ্গভবনে আজ সন্ধ্যা সাড়ে ৭টায় শপথ নেবেন মন্ত্রিসভার এই নতুন সদস্যরা।

উল্লেখ্য, গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হওয়ার পর ১১ জানুয়ারি আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে টানা চতুর্থবারের মতো সরকার গঠন করে আওয়ামী লীগ। ওই দিন প্রধানমন্ত্রীসহ ৩৭ জন মন্ত্রী-প্রতিমন্ত্রী শপথ নেন।

এর পর থেকেই আলোচনা চলছে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নির্বাচনের পর মন্ত্রিসভার আকার বাড়বে। এ বিষয়ে সংরক্ষিত নারী আসনের নির্বাচনের পর বর্তমান মন্ত্রিসভার পরিধি বাড়তে পারে বলে কিছুদিন আগে জানিয়েছিলেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত সংরক্ষিত নারী আসনের ৫০ জন সংসদ সদস্য শপথ নিয়েছেন গত বুধবার। এরপর মন্ত্রিসভা সম্প্রসারণের বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।

/মামুন



© দিন পরিবর্তন