নিজস্ব প্রতিনিধি
Published:04 Feb 2024, 09:00 PM
মন্ত্রীর পদমর্যাদা পেলেন মতিয়া চৌধুরী
জাতীয় সংসদ উপনেতা মতিয়া চৌধুরীকে মন্ত্রীর পদমর্যাদা ও সুবিধা দিয়েছে সরকার। ২৯ জানুয়ারি থেকে মতিয়া চৌধুরীকে রাষ্ট্রপতি ওই সুবিধা দিয়েছেন জানিয়ে রবিবার গেজেট প্রকাশ করেছে জাতীয় সংসদ সচিবালয়।
শেরপুর-২ আসনের সংসদ সদস্য মতিয়া চৌধুরীকে ২৯ জানুয়ারি সংসদের উপনেতা হিসেবে স্বীকৃতি দেন স্পিকার।
গত সরকারের মেয়াদেও সংসদের উপনেতার দায়িত্বে ছিলেন মতিয়া। সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর মৃত্যুর পর ওই দায়িত্ব পান তিনি। গত সরকারের মেয়াদেও মন্ত্রীর পদমর্যাদা ও সুবিধায় উপনেতার দায়িত্বে ছিলেন তিনি।
© দিন পরিবর্তন