নিজস্ব প্রতিনিধি
Published:31 Jan 2024, 05:34 PM
মাংস ব্যবসায়ী খলিলকে হত্যার হুমকি: গ্রেফতার দুই আসামি কারাগারে
রাজধানীতে কম দামে গরুর মাংস বিক্রি করে আলোচনায় আসা ব্যবসায়ী মো. খলিলকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে গ্রেফতার দুই জনকে রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
বুধবার (৩১ জানুয়ারি) বিকালে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুর রহমানের আদালত এই আদেশ দেন। কারাগারে যাওয়া আসামি হলো— নূরুল হক ও মো. ইমন।
এদিন মামলাটির তদন্ত কর্মকর্তা শাহজাহানপুর থানার সাব- ইন্সপেক্টর মো. ওমর ফারুক আসামিদের দুই দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক এই আদেশ দেন।
আসামিদের পক্ষে আইনজীবী সোহাগ ফকির এ তথ্য নিশ্চিত করেন। গত ২৭ জানুয়ারি রাতে ঢাকার আশুলিয়া থেকে তাদের গ্রেফতার করা হয়।
জানা যায়, গরুর মাংস বিক্রি করে সুনাম অর্জন করায় ব্যবসায়ী খলিলকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। তাকে কম দামে মাংস বিক্রি করতে নিষেধ করেন হুমকিদাতারা। অন্যথায় তাকে ও তার ছেলেকে গুলি করে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। এ ঘটনায় ভুক্তভোগী মাংস ব্যবসায়ী খলিল শাহজাহানপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে গত ২৮ জানুয়ারি একই থানায় চাঁদাবাজির অভিযোগে মামলাটি দায়ের করেন।
গরুর মাংসের দাম যখন ৭০০ থেকে ৭৫০ টাকা কেজি তখন ৫৯৫ টাকা কেজি দরে মাংস বিক্রি করে আলোচনায় আসেন শাহজাহানপুরের মাংস বিক্রেতা খলিল। জিডি করার পর মাংস বিক্রেতা খলিল বলেন, দুটি নম্বর থেকে আমার কাছে ফোন আসে। তারা বলেন, তোর ছেলের জন্য ছয় বুলেট, তোর জন্যও ছয়টা রেখেছি। কথা না শুনলে বাবা-ছেলেকে মেরে ফেলবো। ভয়ে আমি শাহজাহানপুর থানায় জিডি করেছি।
উল্লেখ্য, রাজধানীর শাহজাহানপুর থানাধীন এলাকায় গত দুই মাস ধরে প্রতি কেজি গরুর মাংস ৫৯৫ টাকায় বিক্রি করে আলোচনায় আসেন এই খলিল।
© দিন পরিবর্তন