logo

মাটিয়ান হাওরের সুইস গেইটের সামনে' বেড়িবাঁধ নির্মাণ

নিজস্ব প্রতিনিধি

Published:01 Feb 2024, 05:09 PM

মাটিয়ান হাওরের সুইস গেইটের সামনে' বেড়িবাঁধ নির্মাণ


শামছুল আলম আখঞ্জী, তাহিরপুর (সুনামগঞ্জ):
মাটিয়ান হাওরের পানি নিষ্কাশনের একমাত্র স্থায়ী পথ বোয়াল মারার সুইস গেইট। এর সামনেই নির্মাণ হচ্ছে ফসল রক্ষা বেড়িবাঁধ। বিকল্প পানি নিষ্কাশনের পথ তৈরি না করায়। হাওর পাড়ের কৃষক ক্ষুব্ধ ।

বৃহস্পতিবার (১ফেব্রুয়ারী) সকালে তাহিরপুর উপজেলার মাটিয়ান হাওরের বোয়ালমারা সুইস গেইট এলাকায়,হাওর পাড়ের কৃষকগণ জমায়েত হয়ে, এ নির্মাণাধীন বেড়িবাঁধ কাজের তীব্র প্রতিবাদ জানান। প্রতিবাদ কারীরা বলেন , সুইস গেইটের সামনে নির্মানাধীন বেড়ি বাঁধের ডিজাইন পরিবর্তন ও, হাওরের পানি নিষ্কাশনের পথ সচল রেখে।আগের জায়গায় বা (পূর্বের নেয়ায়) ফসল রক্ষা বাঁধ নির্মাণ করুন।

এসময়, এই অপরিকল্পিত বাঁধের তীব্র নিন্দা জানান, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খানঁ, সহসভাপতি ইকবাল হোসেন তালুকদার, উত্তর শ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী হায়দারসহ উপস্থিত সকল, কৃষক,কৃষক নেতা সর্বজন।

হাওর পাড়ের কৃষক কুতুবউদ্দিন বলেন, এখানে বেড়িবাঁধ নির্মাণ হলে, সামান্য বৃষ্টি হলেই,জলাবদ্ধতায় তলাতে পারে,আমাদের কষ্টার্জিত রোপণ করা সোনালী ফসল। তিনি আরও বলেন, অবিলম্বে এই অপরিকল্পিত বেড়ি বাঁধের কাজ বন্ধ করে, পূর্বের জায়গায় বাঁধ নির্মাণ করতে হবে।অন্য থায় আগামী বছর এ হাওর পাড়ের কৃষক, ধানের চারা রোপণ করতে পারবো না। জলাশয়ে পরিনত হবে এ হাওর।

এ ব্যাপারে তাহিরপুর উপজেলার পানি উন্নয়ন বোর্ডের উপ সহকারী প্রকৌশলী মনির উদ্দিন বলেন, আমি কাজের বাস্তবায়নকারী, ডিজাইন পরিবর্তন করার শক্তি আমার নেই, উর্ধতন কতৃপক্ষ যে ভাবে বলেন, আমি সেই ভাবে কাজ করে যাচ্ছি।পানি নিষ্কাশন পথ বন্ধ করে, বাঁধ নির্মাণের বিষয়ে জানতে চাইলে, তিনি বলেন নির্মাণাধীন বেড়ি বাঁধের পূর্ব দিকে দিয়ে পানি নিষ্কাশনের পথ তৈরি করা হবে। তিনি আরও বলেন এই বেড়িবাঁধ নির্মাণে তিনটি প্রকল্প বাস্তবায়ন কমিটি (পিআইসি)'র সভাপতি, মহিবুল, তোফাজ্জল, নূরুল হুদা কাজ করছেন,এখনে বরাদ্দ রয়েছে (প্রায়) ৬৩লক্ষ টাকা। এর পূর্ব আরও বেশি বরাদ্দ ছিল বলে জানান তিনি।

উল্লেখ্য, সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় ৮১টি প্রকল্প বাস্তবায়ন কমিটি( পিআইসি) গঠন করে, (প্রায়) ১৪কোটি টাকা বরাদ্দে ফসল রক্ষা বেড়িবাঁধের নির্মাণ কাজ চলছে।



© দিন পরিবর্তন