দিন পরিবর্তন ডেস্ক
Published:22 Apr 2021, 02:59 PM
মাঠ পর্যায়ে খুলছে হিসাবরক্ষণ কার্যালয়
সরকারি উন্নয়ন ও নিয়মিত কার্যক্রম অব্যাহত রাখতে দেশের সকল বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের হিসাবরক্ষণ কর্মকর্তার কার্যালয় সীমিত পরিসরে খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
মঙ্গলবার এ বিষয়ে অর্থ বিভাগের জ্যেষ্ঠ সচিবকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে চিঠি পাঠানো হয়।
চিঠিতে বলা হয়, মাঠ পর্যায়ে হিসাবরক্ষণ কর্মকর্তার কার্যালয় বন্ধ থাকার কারণে বিভিন্ন পর্যায়ের সরকারি উন্নয়ন বা নিয়মিত কার্যক্রম বিঘ্নিত হচ্ছে। আর্থিক বছরের শেষ প্রান্তে বর্ণিত পরিস্থিতি বিবেচনায় মাঠ পর্যায়ে (বিভাগীয়/জেলা/উপজেলা) হিসাবরক্ষণ কর্মকর্তার কার্যালয় সীমিত পরিসরে খোলা রেখে কার্যক্রম পরিচালনার নির্দেশনা দেয়ার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হল।
অর্থ বিভাগের জ্যেষ্ঠ সচিবের কাছে লেখা চিঠির কপি ইতোমধ্যেই দেশের সকল বিভাগীয় কমিশনার, সকল জেলা প্রশাসক ও দেশের সকল উপজেলা নির্বাহী অফিসারসহ প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ও হিসাব মহা-নিয়ন্ত্রক বরাবরে পাঠানো হয়েছে।
করোনাভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণে দেশজুড়ে চলমান ‘সর্বাত্মক লকডাউনের’ মেয়াদ ২৮ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে। এর আগে বিধিনিষেধের দ্বিতীয় ধাপে ১৪ থেকে ২১ এপ্রিল পর্যন্ত কঠোর লকডাউন শুরু হয়।
দেশে সংক্রমণের অতি বিস্তার ঠেকাতে নেওয়া এসব বিধিনিষেধে জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার নির্দেশনা দেওয়া হয়। জরুরি সেবা ছাড়া সরকারি-বেসরকারি সব ধরনের অফিস বন্ধ রাখা হয়।
লকডাউনের মধ্যে ব্যাংকে লেনদেন করা যাচ্ছে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত। সতর্কতার অংশ হিসেবে সীমিত জনবল দিয়ে বিভিন্ন শাখা চালু রেখেছে ব্যাংকগুলো।
© দিন পরিবর্তন