নিজস্ব প্রতিনিধি
Published:05 Feb 2024, 04:25 PM
মাদারীপুর জাতীয় গ্রন্থাগার দিবস পালন
মাদারীপুর :
‘গ্রন্থাগারে বই পড়ি, স্মার্ট বাংলাদেশ গড়ি’ প্রতিপাদ্যে মাদারীপুরে পালিত হয়েছে জাতীয় গ্রন্থাগার দিবস। দিবসটি উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। সোমবার (৫ ফেব্রুয়ারী) সকালে শহরের স্বাধীনতা অঙ্গন হতে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে জেলা সরকারি গণগ্রন্থাগারে গিয়ে শেষ হয়।
‘গ্রন্থাগারে বই পড়ি, স্মার্ট বাংলাদেশ গড়ি র্যালীতে এই স্লোগান দিতে দেখা যায় শিক্ষার্থী সহ অন্যদের। মাদারীপুর জেলা প্রশাসন ও জেলা সরকারি গ্রন্থাগার যৌথভাবে এর আয়োজন করে। আলোচনা সভা শেষে বইপাঠ, উপস্থিত বক্তৃতা, রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতায় ৬টি গ্রুপে ১৮ জন বিজয়ীকে পুরস্কার প্রদান করা হয়।
জেলা সরকারি গণগ্রন্থাগার মোহাম্মদ সাইদুর রহমান লাইব্রেরিয়ান এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, পুলিশ সুপার মোঃ মাসুদ আলম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট মোঃ ওবাইদুর রহমান খান, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ হাবিব উল্লাহ খান, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক আব্দুর রাজ্জাক রনি, সিনিয়র সাংবাদিক লেখক সুবল বিশ্বাস, কবি মিলন সব্যসাচীসহ শিক্ষার্থীরা।
সভায় মোবাইল ব্যবহার থেকে রক্ষা পেতে বই পড়ার অভ্যাস করার আহবান জানান বক্তারা।
© দিন পরিবর্তন