আন্তর্জতিক ডেস্ক
Published:03 Feb 2024, 03:37 PM
মালদ্বীপ থেকে সেনা প্রত্যাহারের ঘোষণা ভারতের
অবশেষে মালদ্বীপ থেকে সেনা প্রত্যাহারের ঘোষণা দিয়েছে ভারত। শুক্রবার (২ ফেব্রুয়ারি) নয়াদিল্লিতে মালদ্বীপ ও ভারতের মধ্যে উচ্চ পর্যায়ের বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।
জানা গেছে, আগামী মে মাসের মধ্যে দেশটি থেকে নিজেদের সব সেনা সরিয়ে নেয়া হবে বলে সিদ্ধান্ত নিয়েছে দিল্লি। দ্বিপাক্ষিক এ বৈঠকে দুই দেশের চলমান পরিস্থিতি নিয়েও আলোচনা করেন প্রতিনিধিরা।
এ সময় মালদ্বীপ থেকে সেনা সরিয়ে নেয়ার বিষয়ে জোর দেন মালের প্রতিনিধিরা। মালদ্বীপ কর্তৃপক্ষ জানিয়েছে, মার্চ এবং মে মাসের মধ্যে দুই ধাপে সেনাদের সরিয়ে নিতে সম্মত হয়েছে ভারত।
এর আগে, মালদ্বীপের রাষ্ট্রপতি মোহাম্মদ মুইজ্জু ১৫ মার্চের মধ্যে ভারতকে সেনা সরানোর নির্দেশ দেন। ক্ষমতায় আসার পর থেকেই মালদ্বীপ থেকে ভারতীয় প্রভাব কমানোর উদ্যোগ নেন মুইজ্জু।
© দিন পরিবর্তন