নিজস্ব প্রতিনিধি
Published:07 Mar 2024, 04:04 PM
মাস্টার প্ল্যান কার্যকরী হলে রাবিপ্রবি হবে সবচেয়ে সুন্দর ও নিরাপদ- রাবিপ্রবি উপাচার্য
রাবিপ্রবি :
রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) মাস্টার প্ল্যানের কাজ প্রায় শেষ ও এই প্ল্যানের কাজ কিছুটা দৃশ্যমান হলেই রাবিপ্রবি হবে সবচেয়ে সুন্দর ও নিরাপদ ক্যাম্পাস ” বলে মন্তব্য করেছেন রাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. সেলিনা আখতার। আজ ৭ মার্চের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এসময় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. কাঞ্চন চাকমা, প্রক্টর (ভারপ্রাপ্ত) ও ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের চেয়ারম্যান ড. নিখিল চাকমা, পরিচালক (হিসাব) মোঃ নূরুজ্জামান সহ আরো অনেকেই।
এর আগে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষ্যে এক আনন্দ র্যালির আয়োজন করেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সকাল সাড়ে দশ ঘটিকায় প্রশাসনিক ভবন থেকে একাডেমিক ভবন পর্যন্ত এই বিশাল আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ ।
এর পরে উপাচার্য, উপ-উপাচার্য,প্রক্টর,শিক্ষক,কর্মকর্তা, কর্মচারী সহ বিশ্ববিদ্যালয়ের নানা অঙ্গসংগঠনের পক্ষ থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে দিনব্যাপী ৭ ই মার্চের ঐতিহাসিক ভাষণ বিশ্ববিদ্যালয়ে প্রচার করা হয়।
© দিন পরিবর্তন